পতিরাম: এক সদ্যোজাতকে বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল দু’জন। যার মধ্যে একজন মহিলা রয়েছে। ধৃতদের নাম শোভন সর্দার (৩৭) ও পিঙ্কি মান্না (৩৩)। দু’জনের বাড়ি কলকাতা কসবা এলাকায়। গতকাল রাতে পতিরাম থানার পুলিশ পতিরাম রোলার মোড় এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে। যদিও ঘটনায় আরও একজন মহিলা রয়েছে বলে খবর মিলেছে। অভিযোগ, সদ্যোজাতটিকে নিয়ে সে পালিয়ে গিয়েছে। এদিকে, এই চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখার জন্য ধৃত দু’জনকে সোমবার বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে। পাশাপাশি পতিরাম থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। পুরো বিষয় নিয়ে সোমবার বালুরঘাট পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হন ডিএসপি ডিইবি গৌরব ঘোষ।
প্রসঙ্গত, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অনেক দম্পতির সন্তান হয় না। সেই ক্ষেত্রে রাজ্য ব্যাপী চক্র রয়েছে, যাঁরা সদ্যোজাত বিক্রি করে। রবিবার গোপন সূত্রে এমনই তথ্য সামনে আসে পতিরাম থানার পুলিশের কাছে। এই চক্রের বেশ কয়েকজন পতিরাম এলাকায় ঘোরাফেরা করছে বলেও খবর মেলে। বিষয়টি জানা মাত্রই পতিরাম থানার পুলিশ রাতেই অভিযানে নামে। এরপর পতিরাম রোলার মোড় এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। সেই অভিযান চলার সময়ই একটি সদ্যোজাত শিশুকে নিয়ে এক মহিলা ঘটনাস্থল থেকে গাড়িতে করে পালিয়ে যায়। শুধুমাত্র সদ্যোজাত বিক্রি নয় সারোগেসি করার অভিযোগ রয়েছে ধৃত দু’জনের বিরুদ্ধে।
আর কী কী অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে বা কী কী চক্রের সঙ্গে তারা জড়িত তার তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া মহিলার খোঁজ শুরু করেছে পুলিশ। এমনকী পতিরামে কার কাছে শিশু বিক্রি করতে এসেছিলেন তারও খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: Ropeway Accident: আশঙ্কাই সত্যি হল! ত্রিকূটে এখনও দুর্ঘটনাগ্রস্ত রোপওয়েতে আটকে বাঙালি পর্যটকরা