Child sexual abuse: কেউ ছিল না বাড়িতে, সাত বছরের মেয়েকে নিয়ে টানাটানি প্রৌঢ়ের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 08, 2021 | 11:21 PM

Balurghat: নির্যাতিতা নাবালিকা তৃতীয় শ্রেনির ছাত্রী। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

Child sexual abuse: কেউ ছিল না বাড়িতে, সাত বছরের মেয়েকে নিয়ে টানাটানি প্রৌঢ়ের
নাবালিকাকে অচেনা জায়গায় রেখে এল মায়ের প্রেমিক (প্রতীকী ছবি)

Follow Us

বালুরঘাট: যৌন হেনস্থার (Sexual Harassment) শিকার নাবালিকা। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই নাতনির বন্ধুকে ধর্ষণের (Rape) চেষ্টা করে এক প্রৌঢ়। অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। ঘটনা প্রকাশ্যে আসার পর প্রৌঢ়কে বেধড়ক করা হয়েছে বলে অভিযোগ।

খেলতে গিয়ে লালসার শিকার হয় ওই নাবালিকা। বিষয়টি জানাজানি হতেই উত্তেজিত জনতা ওই প্রৌঢ়কে বেধড়ক মারধর করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ।  উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ওই প্রৌঢ়কে ৷ পরে পুলিশ চিকিৎসার জন্য তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যায়।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকার ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম মনীন্দ্রনাথ বর্মন (৫৫)। বাড়ি কামারপাড়াতেই। ওই ব্যক্তি পেশায় ভুটভুটি চালক। এই অভিযোগ জানিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা নাবালিকার পরিবার৷ অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা তৃতীয় শ্রেনির ছাত্রী। ওই নাবালিকার প্রতিবেশী মনীন্দ্রনাথ বর্মন। ওই ব্যক্তির নাতির সঙ্গেই খেলা করতে ওই বাড়িতে প্রায়শই যেত নির্যাতিতা নাবালিকা। এ দিন দুপুরে খেলা করতে যায় সে। নাবালিকার মা জানিয়েছেন, খেলতে গিয়ে দেখে তাঁর মেয়ে দেখে তার বন্ধু ও তার মা বাড়িতে নেই। কোথাও নিমন্ত্রন খেত গিয়েছিল তারা। অভিযোগ, ওই সময় ওই প্রৌঢ় নাবালিকাকে জোর করে ঘরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। চীৎকার করলে নাবালিকাকে ছেড়ে দেন প্রৌঢ়। এ দিকে পরে বাড়িতে গিয়ে পুরো ঘটনা মাকে জানাতেই বিষয়টি জানাজানি হয়৷ এরপর পরিবার ও উত্তেজিত জনতা সকলে মিলে ওই প্রৌঢ়কে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, পড়ে থাকা দু’টাকা নিতে ওই বাড়িতে ফিরে গিয়েছিল মেয়েটি। আর তারপরই এই ঘটনা।

আরও পড়ুন: Swapan Debnath: ‘করোনায় বাড়ি বসে বেতন নেন, দুঃস্থদের পাশে দাঁড়ান না শিক্ষকরা,’ মন্ত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক

উল্লেখ্য চলতি বছরের ৪ জুন মানিকচক থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে । স্থানীয় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের একদিন পর ঘটনাটি জানাজানি হতেই ধর্ষিতা নাবালিকার মা মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন। মানিকচকের সেই নাবালিকা ধর্ষণ কাণ্ডের তদন্তভার নিয়েছে সিবিআই।

আরও পড়ুন: Aadhaar-Ration Card Link: বাতিল প্রায় ১৪ লাখ রেশন কার্ড, ফি মাসে ৪ কোটি টাকা সাশ্রয়ের পথে খাদ্য দফতর

Next Article