AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Student: বই বিতরণ অনুষ্ঠানে যত কাণ্ড! নবম শ্রেণির ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার বন্দুক

Balurghat: বুধবার সুদর্শননগর পিএইচএইচভিআই হাই স্কুলের বই বিতরণ ছিল। সেই সময় ওই স্কুল পড়ুয়ার ব্যাগে কিছু লুকানোর বিষয় নজরে আসে অন্য সহপাঠীদের। বিষয়টি শিক্ষকদের নজরে আসার সঙ্গে সঙ্গে তার ব্যাগ নিয়ে তল্লাশি চালানো হয়।

Student: বই বিতরণ অনুষ্ঠানে যত কাণ্ড! নবম শ্রেণির ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার বন্দুক
নবম শ্রেণির ছাত্রর ব্যাগ থেকে উদ্ধার বন্দুকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 03, 2024 | 1:22 PM
Share

বালুরঘাট: নিত্যদিনের মতোই স্কুলে এসেছিল নবম শ্রেণির ছেলেটা। কিন্তু ব্যাগের মধ্যেই কিছু একটা লুকিয়ে রেখেছিল। ব্যাপারটা বুঝতে পেরেছিল তার সহপাঠীরা। হাবভাব-আচরণ দেখেই সন্দেহ হয়েছিল বন্ধুদের। পরে বিষয়টি স্কুলের শিক্ষকদের নজরে আসতেই চোখ কপালে ওঠার জোগাড়। কারণ নবম শ্রেণির ওই পড়ুয়ার ব্যাগে যা দেখলেন তাতে কার্যত হাত পা ঠান্ডা হয়ে গেল তাঁদের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পাথরঘাটায়।

বুধবার সুদর্শননগর পিএইচএইচভিআই হাই স্কুলের বই বিতরণ ছিল। সেই সময় ওই স্কুল পড়ুয়ার ব্যাগে কিছু লুকানোর বিষয় নজরে আসে অন্য সহপাঠীদের। বিষয়টি শিক্ষকদের নজরে আসার সঙ্গে সঙ্গে তার ব্যাগ নিয়ে তল্লাশি চালানো হয়। এরপরই উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ। এই সব দেখে ভয় পেয়ে যান খোদ শিক্ষক শিক্ষিকারাও। খবর দেওয়া হয় বংশীহারী থানায়।

পরে পুলিশ এসে ওই নাবালককে থানায় নিয়ে যায়। ওই নাবালকের কাছে কোথা থেকে আগ্নেয়স্ত্রটি এলো তার খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই আগ্নেয়াস্ত্রটি এর আগেও স্কুলে নিয়ে এসেছিল কি না তাও খতিয়ে দেখছে তারা। প্রধান শিক্ষক ননীগোপাল রায় বলেন, “আমার কাছে খবর আছে একটি ছেলের ব্যাগে কিছু লুকোনো আছে। প্রথমে ভেবেছি সুপারি কাটার মেশিন। তারপর ও নিজেই বলল বন্দুক। আমরা তো দেখেই ভয় পেয়ে গেলাম।”