Hili Mygrant Worker’s Death: ঘরে ঘুমিয়ে ছিলেন ওঁরা, ঘুমের মধ্যেই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে গেল ৩ টি শরীর

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 01, 2022 | 12:21 PM

Hili Mygrant Worker's Death: পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় মাস দুয়েক আগে ওড়িশায় নির্মাণ শ্রমিকের কাজ করতে যায় হিলি এলাকার ১১ জন। যার মধ্যে ৫ জন একসঙ্গে থাকত৷ এদিকে সপ্তাহ খানেক আগেই ওড়িশা থেকে বাড়ি আসে মানস দাস।

Hili Mygrant Workers Death: ঘরে ঘুমিয়ে ছিলেন ওঁরা, ঘুমের মধ্যেই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে গেল ৩ টি শরীর
মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের

Follow Us

হিলি: ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে ঘুমের মধ্যেই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দক্ষিণ দিনাজপুর জেলার হিলির দুই যুবকের। শুক্রবার ভোর সকালে ওড়িশার খুড়দাহতে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালি বোঝাই ডাম্পার ঢুকে যায় অস্থায়ী ঘরে। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কনক পাহান(২১) ও বাদল পাহানের(১৮)। এছাড়াও ঘটনায় আরও একজন গুরুতর জখম হন৷ মৃত দুই যুবকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার মহিষনোটা এলাকায়৷ পাশাপাশি ঘটনায় সাগর মণ্ডল (২০) নামে এক যুবক গুরুত্ব আহত হয়। তাঁর চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। ওই ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় মাস দুয়েক আগে ওড়িশায় নির্মাণ শ্রমিকের কাজ করতে যায় হিলি এলাকার ১১ জন। যার মধ্যে ৫ জন একসঙ্গে থাকত৷ এদিকে সপ্তাহ খানেক আগেই ওড়িশা থেকে বাড়ি আসে মানস দাস। বাকি চারজন এক সঙ্গে ছিল। রোজকার মত কাজ করে অস্থায়ী ঘরে ঘুমিয়েছিল কনক বাদলরা। ঘুমানোর সময়ই একটি বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে অস্থায়ী ঘরে ঢুকে যায়৷ ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ওই দুই যুবকের। এদিকে মৃত্যুর খবর শুক্রবার সকালে হিলির মহিষনোটা এলাকায় পরিবারের সদস্যের কাছে এসে পৌঁছয়। এদিকে বিষয়টি জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।

শোকের ছায়া এলাকায়। এদিকে পরিবারের সদস্যদের আবেদন দেহ গুলি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। কীভাবে দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ।

Next Article