Illegal diagnostic Centre: যেখানে-সেখানে গজিয়ে উঠেছে ল্যাব! খবর পেতেই হানা পুলিশের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 28, 2021 | 5:28 PM

Bangshihari: লাইসেন্স ছাড়াই ডায়গনস্টিক সেন্টার চালানোর অভিযোগে বন্ধও করে দেওয়া হয়েছে তিনটি ল্যাব।

Illegal diagnostic Centre: যেখানে-সেখানে গজিয়ে উঠেছে ল্যাব! খবর পেতেই হানা পুলিশের
বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ পরীক্ষাকেন্দ্র (নিজস্ব ছবি)

Follow Us

বংশীহারী: জেলায় খোলা হয়েছে একের পর এক ল্যাব ও ক্লিনিক। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সেই ক্লিনিকগুলিতে হানা স্বাস্থ্য দফতরের। লাইসেন্স ছাড়াই ডায়গনস্টিক সেন্টার চালানোর অভিযোগে বন্ধও করে দেওয়া হয়েছে বুনিয়াদপুরের তিনটি ল্যাব। পাশাপাশি স্বাস্থ্য দফতরের অভিযানের খবর পেয়েই বুনিয়াদপুরের আরও কয়েকটি ল্যাব বন্ধ করে পালিয়েছে কর্তৃপক্ষ অন্তত এমনটাই খবর মিলেছে।

মঙ্গলবার দুপুর থেকে বুনিয়াদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় স্বাস্থ্য দফতর ও পুলিশ প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে যত্রতত্র খোলা হয়েছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার। মাত্র কয়েক বছর আগে বুনিয়াদপুর পৌরসভা গঠিত হয়। আর এই কয়েক বছরের মধ্যেই বেড়েছে শহরে, দোকান পাট। বিভিন্ন ওষুধের দোকানে একের পর এক অবৈধ ভাবে তৈরি হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার। তাই লাইসেন্সবিহীন এধরনের ল্যাবগুলি বন্ধ করতে এদিন তৎপর হয় স্বাস্থ্য দফতর।

মঙ্গলবার বংশীহারী ব্লকের বিএমওএইচ পুলকেশ সাহা বুনিয়াদপুর শহরের ল্যাব গুলিতে অভিযান চালায়। সঠিক অনুমোদন না থাকায় এদিনই তিনটি ল্যাবরেটরী বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দফতরের অভিযানের খবর পেয়ে আরও কয়েকটি ল্যাব বন্ধ করে পালিয়েছে ডায়াগনস্টিক সেন্টার এর মালিকেরা। এবার ওই ল্যাবগুলির‌ও সঠিক অনুমোদন রয়েছে কিনা তা দেখা হবে বলে জানিয়েছেন বংশীহারী ব্লক মেডিকেল অফিসার পুলকেশ সাহা। এই ঘটনা প্রসঙ্গে বিএমও এইচ বলেন, “আজকে আমরা দৌলতপুরের দুটি ল্যাবে অভিযান চালিয়েছি। আর বংশীহারি ব্লকে তিন-চারটি ল্যাবে করা হয়েছে। তার মধ্যে একটি ডায়াগোন্যাস্টিকেরই ঠিকঠাক নথিপত্র রয়েছে। বাকি কোনও ল্যাবেরই সঠিক কাগজপত্র নেই। এর মধ্যে একটি ল্যাব আবার আমাদের আশার খবর পেতেই বন্ধ করে দিয়েছে। পাশাপাশি আরও কতগুলি ল্যাব আছে এদের কোনও লাইসেন্স নেই। এরা রোগীর জীবন নিয়ে খেলছে। এদের কোনও প্যাথোলজিস্ট নেই। সেই কারণেই সিল করা হয়েছে। যবে এদের লাইসেন্স হবে তবেই খোলা হবে। ”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বুকে উপযুক্ত কাগজপত্র ছাড়াই রমরমিয়ে চলছিল একাধিক ঝাঁ-চকচকে রঙিন ব্যানার লাগানো এবং ডাক্তারি চেম্বার। মঙ্গলবার দুপুর থেকে শহরের বুকে সেই সব ল্যাব এবং ক্লিনিকে হানা দেয় স্বাস্থ্য আধিকারিকরা।

এবিষয়ে রশিদপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডা: পুলকেশ সাহা জানিয়েছেন, এদিন শহরের বুকে বেশ কয়েকটি ল্যাবকে বন্ধ করে দেওয়া হয়েছে উপযুক্ত কাগজপত্র না রাখতে পারার জন্য। পাশাপাশি সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার মন্ডল ডায়াগনস্টিক সেন্টার সহ কয়েক জন আমাদের কথা শুনে পালিয়েছে। সকলের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: Jhargram: দ্রুত গতিতে ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন, সবাইকে চমকে দিয়ে আচমকা ঝাঁপ যুবকের!

Next Article