Youth death: দ্বিতীয়বার বিয়ে করেছিলেন, কিন্তু ৬ দিনের মাথায় আত্মহত্যা যুবকের
Youth death: জানা গিয়েছে, মৃত যুবক দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেই সময় তাঁর প্রথম পক্ষের স্ত্রীকেও তিনি দিল্লিতে নিয়ে যান। সেখানে দীর্ঘদিন বসবাসের সময় তাঁর স্ত্রী স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

কুশমণ্ডি: দ্বিতীয় বিয়ের ছয় দিনের মাথায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়াল কুশমণ্ডি থানার তাতিপুকুর এলাকায়। মৃত যুবকের নাম মাসুদ আলি (৩৬)। পেশায় তিনি পরিযায়ী শ্রমিক। শনিবার ওই যুবককে উদ্ধার করে স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।
জানা গিয়েছে, মৃত যুবক দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেই সময় তাঁর প্রথম পক্ষের স্ত্রীকেও তিনি দিল্লিতে নিয়ে যান। সেখানে দীর্ঘদিন বসবাসের সময় তাঁর স্ত্রী স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি মাসুদ জানতে পারেন। এই সম্পর্ক জানার পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। দিল্লি থেকে ফিরে আসার পর, তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে। প্রথম পক্ষের এক পুত্র ও এক কন্যা ছিল। কয়েক মাস আগে কন্যাসন্তানটি অসুস্থ হয়ে মারা যায়। এরপর তাঁর পুত্র সন্তানকেও তাঁর থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন মাসুদ।
পরবর্তীতে মাসুদ একই এলাকার এক ডিভোর্সি মহিলাকে বিয়ে করেন। তবে প্রথম স্ত্রীর সঙ্গে দীর্ঘ কুড়ি বছরের সম্পর্ক, সন্তানকে হারানো এবং পুত্র সন্তানকে নিজের কাছে না পাওয়ার যন্ত্রণা তিনি মেনে নিতে পারেননি। দ্বিতীয় বিয়ের মাত্র ছয় দিনের মাথায় শনিবার সকালে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে তানিয়া রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ।

