AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Train: এবার উত্তরবঙ্গ যাওয়া সহজ, শিয়ালদহ থেকে চালু হল আরও একটি ট্রেন

Sealdah-Balurghat New Train: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বালুরঘাট যেতে খুবই সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষজন। নিত্যযাত্রীদের পাশাপাশি যাঁরা পর্যটক রয়েছেন খানিকটা ঘুরেই পৌঁছতে হত 'ডেস্টিনেশনে'। অবশেষে নতুন বছরেই সেই সুসংবাদ দিল রেল।

New Train: এবার উত্তরবঙ্গ যাওয়া সহজ, শিয়ালদহ থেকে চালু হল আরও একটি ট্রেন
ট্রেন উদ্বোধন Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 01, 2024 | 3:59 PM
Share

বালুরঘাট: দীর্ঘদিন ধরে দাবি ছিল এক্সপ্রেস ট্রেনটির। কারণ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বালুরঘাট যেতে খুবই সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষজন। নিত্যযাত্রীদের পাশাপাশি যাঁরা পর্যটক রয়েছেন খানিকটা ঘুরেই পৌঁছতে হত ‘ডেস্টিনেশনে’। অবশেষে নতুন বছরেই সেই সুসংবাদ দিল রেল। দীর্ঘ প্রতিক্ষার পর বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস চালু হল। সোমবার দুপুরে ভার্চুয়াল ভাবে এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত শনিবার চালু হয়েছিল অমৃত ভারত। মালদহ-বেঙ্গালুরু একটি ট্রেনই পেয়েছিল বাংলা। এরপর আবার শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সকলে।

বালুরঘাট স্টেশনে উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার। পাশাপাশি ছিলেন অন্যান্য বিশিষ্টজন। শুধু বালুরঘাট নয়,গঙ্গারামপুর ও বুনিয়াদপুর স্টেশনে আনুষ্ঠানিকভাবেও এই ট্রেনের শুভ উদ্বোধন করা হয়েছে ৷ ১৪ টি কোচ নিয়ে এই ট্রেন যাতায়াত শুরু করবে। আগামীকাল থেকে প্রত্যহ এই ট্রেন নির্দিষ্ট সময়ে চলবে। বালুরঘাট স্টেশনকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ স্টেশন করা হবে বলেও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন।

আজ দুপুর ১২ টায় বালুরঘাট স্টেশন থেকে ট্রেনটি চলাচলের শুভ সূচনা হয়। রেল সূত্রের খবর, প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে এই ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে রওনা হবে। শিয়ালদহে পৌঁছবে ভোর ৪টে ২০ মিনিটে। অন্যদিকে, শিয়ালদহ থেকে রাত সাড়ে দশটা ছাড়বে ট্রেন। বালুরঘাটে পৌঁছবে সকাল সাড়ে ৮ টায় পৌঁছাবে।

এদিনের ভার্চুয়াল উদ্বোধনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংসদ সুকান্ত মজুমদারের প্রশংসা করে বলেছেন,”সুকান্ত দাদা লাগাতর লেগে থাকার জন্যই দ্রুত ট্রেনটি চালু করা গেল।” অপরদিকে, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, “আজ কল্পতরু দিবস। কল্পতরু দিবসে জেলার মানুষের বালুরঘাট থেকে শিয়ালদা সরাসরি একটি ট্রেনের স্বপ্ন পূরণ হলো।”