South Dinajpur: ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীর দেহ উদ্ধার

Rupak Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 14, 2024 | 12:58 PM

South Dinajpur: ব্যবসায়িক কোনও লেনদেনের কারণে খুন হয়ে থাকতে পারেন বলে প্রতিবেশী ও আত্মীয়দের প্রাথমিক অনুমান। এদিকে মিঠুনের স্ত্রী পূজা উপলক্ষে সন্তানকে নিয়ে হিলিতে তাঁর বাপের বাড়িতে ছিলেন। বাড়িতে একাই ছিলেন ওই ব্যবসায়ী।

South Dinajpur: ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীর দেহ উদ্ধার
নিহতের পরিবার
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ দিনাজপুর: ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হল এক ব্যবসায়ীর মৃতদেহ। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চকশাদুল্লা এলাকা থেকে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। মৃতের নাম মিঠুন চক্রবর্তী(৩৫)। পেশায় সুদের ব্যবসায়ী। খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারী থানার আইসি অসীম গোপ, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার-সহ বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তাও ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে ব্যবসায়ীকে। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ। জানা গিয়েছে, সোমবার ভোর রাতে মিঠুন চক্রবর্তীর বাড়িতে সাদা গাড়িতে করে দুষ্কৃতীরা এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তার পরই মিঠুনের মৃতদেহ উদ্ধার হয়। তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল। এমনকি মুখে সেলোটেপ লাগানো ছিল।

ব্যবসায়িক কোনও লেনদেনের কারণে খুন হয়ে থাকতে পারেন বলে প্রতিবেশী ও আত্মীয়দের প্রাথমিক অনুমান। এদিকে মিঠুনের স্ত্রী পূজা উপলক্ষে সন্তানকে নিয়ে হিলিতে তাঁর বাপের বাড়িতে ছিলেন। বাড়িতে একাই ছিলেন ওই ব্যবসায়ী। গভীর রাতে বিসর্জন দেখে বাড়িতে আসেন। তারপর সকালে মৃতদেহ উদ্ধার হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

এই খবরটিও পড়ুন

এদিকে ঘরের বেশ কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মৃতের শরীরে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। চুরি না অন্য কোন কারণে এই খুন তা খতিয়ে দেখছে। এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনায় যুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Next Article