South Dinajpur: স্বামী বাড়িতে থাকেন না, একা ঘরে যুবতী গৃহবধূর কাণ্ড দেখে চোখ কপালে উঠল পরিবারের…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 20, 2022 | 5:49 PM

South Dinajpur: এদিকে বাড়ির লোকজন ঘরে ঢুকতেই এমন দৃশ্য থেকে আঁতকে ওঠেন। পরিবারের সদস্যরাই তড়িঘড়ি কল্পনাকে স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

South Dinajpur: স্বামী বাড়িতে থাকেন না, একা ঘরে যুবতী গৃহবধূর কাণ্ড দেখে চোখ কপালে উঠল পরিবারের...
কল্পনা সূত্রধরের আত্মীয় লক্ষ্মণ সূত্রধর। নিজস্ব চিত্র।

Follow Us

দক্ষিণ দিনাজপুর: ব্যাঙ্কের কাছ থেকে লক্ষাধিক টাকার ঋণ নিয়েছিলেন। কিন্তু তা শোধ করতে পারেননি গৃহবধূ। অভিযোগ, সেই টাকা সুদসমেত ফেরত চেয়ে ব্যাঙ্ক কর্মীরা বাড়িতে এসেছিলেন। কড়া ভাষায় টাকা ফেরতের কথা বলে যান। এমনকী টাকা না ফেরালে মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশি গ্রেফতারির ভয়ও দেখানো হয় তাঁকে। এরপরই ওই গৃহবধূ অপমানে, ভয়ে আত্মহত্যা (Commit Suicide) করেন বলে তাঁর পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। ওই গৃহবধূর নাম কল্পনা মিত্র সূত্রধর। ৩৪ বছর বয়স তাঁর। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বংশীহারি থানা এলাকায় থাকতেন তিনি। ফাঁকা বাড়িতে গোয়াল ঘরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কল্পনার এক আত্মীয় লক্ষ্মণ সূত্রধর বলেন, “অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল। সেই টাকা দিতে পারছিল না। এদিকে ওর মা অসুস্থ। মাকে বেঙ্গালুরুতে নিয়ে গিয়েছিল চিকিৎসার জন্য। সেখানেও বেশ কিছু টাকা খরচ হয়েছে। পরিস্থিতিটা বোঝাই যাচ্ছে কতটা কঠিন। অভাবের জন্যই এরকম কিছু করল বলে মনে হচ্ছে। মোটামুটি লোনের ৬-৭টা কিস্তি বোধহয় দিতে পারেনি। একইসঙ্গে বাইরে ধারও হয়েছিল। সেই টাকাও দিতে পারেনি।”

লক্ষ্মণ সূত্রধরের কথায়, “শনিবার বড় একজন অফিসার এসেছিলেন শুনলাম। শনিবারই তিনদিনের কিস্তি ২৪০০ টাকা দিতে হবে বলেছিলেন। সেটা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে বলেছিলেন, এরকম শুনছি। তারপরই এরকম একটা ঘটনার খবর পাই।” এলাকার লোকজন জানান, কল্পনার স্বামী নারায়ণ সূত্রধর কাঠমিস্ত্রির কাজ করেন। গোয়াতে কাজের সূত্রে থাকেন তিনি। কিছুদিন আগেই বাড়িতে এসেছিলেন। কল্পনা বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় তিন লক্ষ টাকা ঋণ নেন। অভাবের জন্যই কল্পনা এরকম একটা কাণ্ড ঘটালেন বলে মনে করছেন তাঁর পরিবারের লোকজন। দিনের দিন ২৪০০ টাকা কোথা থেকে জোগাড় করবেন তা ভেবে কূল পাচ্ছিলেন না বংশীহারির শিবপুর এলাকার ওই বধূ। শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগই কাজে লাগান বলে স্থানীয়রা জানান। গোয়াল ঘরে গলায় দড়ি দেন।

এদিকে বাড়ির লোকজন ঘরে ঢুকতেই এমন দৃশ্য থেকে আঁতকে ওঠেন। পরিবারের সদস্যরাই তড়িঘড়ি কল্পনাকে স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ রবিবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। বংংশীহারী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: North 24 pargana TMC Candidate List: দলের কথা না শোনার শাস্তি, তৃণমূল থেকে একসঙ্গে বহিষ্কৃত ৬১ জন

আরও পড়ুন: AMTA Student Death: ‘পুলিশ ছেলেকে খুন করল, তারপর অনুমতি ছাড়াই হল ময়নাতদন্ত’ আনিসের বাবার বক্তব্যে দানা বাঁধছে রহস্য

আরও পড়ুন: North 24 pargana TMC Candidate List: দলের কথা না শোনার শাস্তি, তৃণমূল থেকে একসঙ্গে বহিষ্কৃত ৬১ জন

Next Article