হিলি: পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তাই পাশ করিয়ে দিতে হবে। এই দাবি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করলেন পলিটেকনিক কলেজের শতাধিক পড়ুয়া। শনিবার দুপুরে পথ অবরোধের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিওর এলাকায়। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হিলি থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশি হস্তক্ষেপে প্রায় ৪৫ মিনিট পর অবরোধ ওঠে৷ এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল। এ দিকে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে বলে জানিয়েছেন হিলি গভর্মেন্ট পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপম ভৌমিক। অপরদিকে, পাশ না করিয়ে দিলে আরও বড় আন্দোলনে নামবেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
সম্প্রতি হিলি গভর্মেন্ট পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের ফলাফল বেরিয়েছে। সেখানে দেখা গিয়েছে তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল, সিভিল ও মেকানিক্যাল এই তিনটি বিভাগের বেশিরভাগ পড়ুয়া পরীক্ষায় ফেল করেছেন। পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ পড়ুয়া অকৃতকার্য হয়েছেন। আবার কারও ফলাফলে ‘ইয়ার ব্যাক’ এসেছে। এদিকে যাঁরা পরীক্ষায় ফেল করেছে তাঁদের মধ্যে আবার বেশ কয়েকজন চাকরিও পেয়ে গিয়েছে। কিন্তু তাঁদের ফলাফল অকৃতকার্য আসায় তাঁদের চাকরি যাওয়ার সম্ভাবনা প্রবল। শুধুমাত্র হিলিতে নয়,পশ্চিমবঙ্গের ১৭৫ টি কলেজে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ অকৃতকার্যদের।
এক ছাত্র বলেন, “আমাদের কেন ফেল করানো হয়েছে। গোটা সতেরো পাশ করেছে বাকি ইয়ার ব্যাক। সেই কারণে আমরা পথ অবরোধ করেছি। হয়ত আমাদের খাতা ঠিক করে দেখা হয়নি।”
বিষয়টি সামনে আসতেই পরীক্ষায় পাশ করানোর দাবিতে প্রথমে পলিটেকনিক কলেজের সামনে বিক্ষোভ দেখান শতাধিক পড়ুয়া। পরে জাতীয় সড়কে বসে পড়ে রাস্তা অবরুদ্ধ করে ফেলে। রাস্তা অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে দূরপাল্লার গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিলি থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি। পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় পড়ুয়ারা।