Sukanta Majumdar: পরপর দু’দিন ছেড়া হল সুকান্তর ফ্লেক্স, কাঠগড়ায় TMC

Rupak Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 14, 2024 | 10:49 AM

Sukanta Majumdar: এরপর আজ আবারো বিজেপির তরফে কুশমণ্ডি থানা ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত ভাবে অভিযোগটি জানায় ৷ এদিকে বিষয়টি জানাজানি হতেই শোরগোল জেলা জুড়ে ৷ তৃণমূল ভয় পাচ্ছেন বলেই এমন করছে বলেই বিজেপি প্রার্থী তথা সাংসদ সুকান্ত মজুমদারের দাবি।

Sukanta Majumdar: পরপর দুদিন ছেড়া হল সুকান্তর ফ্লেক্স, কাঠগড়ায় TMC
সুকান্তর ফ্লেক্স ছেড়ার অভিযোগ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কুশমন্ডি: ২৪ ঘণ্টার মধ্যে ফের কুশমণ্ডিতে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে লাগানো পোস্টার ছেঁড়ার অভিযোগ শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার বিকেলে স্থানীয় বিজেপি নেতৃত্ব ছেঁড়া ফ্লেক্সের জায়গা গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়। গতকাল পুলিশকে অভিযোগ করলেও আজ একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

এরপর আজ আবারো বিজেপির তরফে কুশমণ্ডি থানা ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত ভাবে অভিযোগটি জানায় ৷ এদিকে বিষয়টি জানাজানি হতেই শোরগোল জেলা জুড়ে ৷ তৃণমূল ভয় পাচ্ছেন বলেই এমন করছে বলেই বিজেপি প্রার্থী তথা সাংসদ সুকান্ত মজুমদারের দাবি। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, “এই সব ফ্লেক্স ছিড়ে বিজেপি-কে বিখ্যাত করার কোনও ইচ্ছা তৃণমূলের নেই। ওরা নিজেই ফ্লেক্স ছিড়ে এইসব করতে পারে। সুকান্ত মজুমদারের বহু পোস্টার রেলের পোস্টে লাগানো ছিল। আমরা একটাও তাতে হাত দিইনি।”

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকে উষাহরন রাজ্য সড়কে শেওড়াতলা এলাকায় বালুরঘাট লোকসভা আসনের প্রার্থী সুকান্ত মজুমদার ফ্লেক্স ছেঁড়া নজরে আসে। গতকালের পর আজও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। পরে কুশমণ্ডি থানাতেও একই অভিযোগ দায়ের করা হয়। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস ব্লক প্রশাসন ও পুলিশের। এই বিষয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, “বিপ্লব মিত্রের খাস লোক বিধায়ক রেখা রায়। সেই কারণে ওদেরই গুন্ডাবাহিনী এই সব কাজ করছে বলে মনে হয়। কিন্তু পোস্টার ছিড়ে কী হবে। বিজেপি মানুষের মনে রয়েছে।”

Next Article