বালুরঘাট: জল্পনা প্রায় শেষ। সুকান্ত মজুমদার নিজেই জানিয়ে দিয়েছেন যে তাঁকে মন্ত্রী করা হচ্ছে। বালুরঘাট থেকে দ্বিতীয়বার জয়ী হওয়ার পরই কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার খবরে খুশির হাওয়া সুকান্তর পরিবারে। স্ত্রী বা মেয়ে, কেউই থাকতে পারছেন না শপথ গ্রহণ অনুষ্ঠানে। দলের কাজে পরিবারকে এখন আর খুব বেশি সময় দিতে পারেন না সুকান্ত, তা নিয়ে আক্ষেপ রয়েছে মেয়ে সৃজার। তবে সুকান্ত যাতে আরও বেশি করে মানুষের জন্য কাজ করতে পারেন, সে কথাই বারবার বলছে সে।
মন্ত্রী হওয়ার খবর দেরীতে জানতে পারায় দিল্লি যাওয়া হয়নি স্ত্রী কোয়েল মজুমদার বা মেয়ে সৃজার। তবে পরিবার যে পাশে আছে, সে কথাই বলেন কোয়েল। সুকান্তর স্ত্রী জানান, দলের কাজে ব্যস্ত থাকায় বাড়িতে আর খুব বেশি সময় দিতে পারেন না তিনি। কোয়েল বলেন, “মনটা তো খারাপ হয়। মেয়েরা খুব ছোট। বাবা বাড়িতে এলে ওরা ছাড়তে চায় না। তবে মেয়েদের বুঝিয়েছি, নিজের মনকেও বুঝিয়েছি। ভোটে ওর হয়ে প্রচারও করেছি। সব দিক থেকে সমর্থন করি।”
বাবার মন্ত্রী হওয়ার খবর শুনে মেয়ে সৃজা বলেন, “আমি খুব খুশি। তবে বাবা আরও দূরে চলে যাচ্ছে, এটাই খারাপ লাগছে। আমি চাই বাবা সব মানুষের পাশে থেকে কাজ করুক।” এই খবরে আবেগে গলা ধরে আসছে সুকান্তর মায়ের। তিনি বলেন, “খুব আনন্দ হচ্ছে। খুব মন দিয়ে কাজ করি। এখনও খুব খাটছে। একদিনও বিশ্কৃরাম পায়নি।”