Sukanta Majumder: দত্তক নেওয়া গ্রামের রাস্তা নির্মাণ নিয়ে বাসিন্দাদের ক্ষোভ, দাঁড়িয়ে থেকে কাজ করালেন সুকান্ত

Sukanta Majumder: বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বেশ কয়েক বছর আগে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম প্রসাদ গ্রাম দত্তক নেন। গোটা গ্রাম জুড়ে সোলার পথবাতি লাগান। তারপরেও গ্রামবাসীদের দাবি ছিল, গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি পাকা করার।

Sukanta Majumder: দত্তক নেওয়া গ্রামের রাস্তা নির্মাণ নিয়ে বাসিন্দাদের ক্ষোভ, দাঁড়িয়ে থেকে কাজ করালেন সুকান্ত
দাঁড়িয়ে থেকে রাস্তা সংস্কার করছেন সুকান্তImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2024 | 4:29 PM

বালুরঘাট: দত্তক নেওয়া গ্রাম গ্রামের রাস্তার কাজ শুরু হয়েছে। টাকা দেওয়ার অনেকটা পরে কাজ শুরু হয়েছে রাস্তার। কেমন চলছে সেই রাস্তার কাজ, তা সরেজমিনে দেখতে বুধবার দুপুরে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরামে গ্রামে যান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাস্তা শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তার কাজ দেখেন তিনি। এদিকে নিজেদের রাস্তার কাজ গ্রামবাসীদের দেখে নিতে বলেন সুকান্ত মজুমদার। খারাপ কাজের জন্য বুধবার রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছিল গ্রামবাসীরা৷ সঠিক কাজ করার আশ্বাস দিলে আবার কাজ শুরু হয়। কাজের জন্য যে টাকা দেওয়া হয়েছে তা যথেষ্ট বলেই সুকান্ত মজুমদার জানিয়েছেন।

প্রসঙ্গত, বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বেশ কয়েক বছর আগে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম প্রসাদ গ্রাম দত্তক নেন। গোটা গ্রাম জুড়ে সোলার পথবাতি লাগান। তারপরেও গ্রামবাসীদের দাবি ছিল, গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি পাকা করার। এরপরই ওই গ্রামের প্রায় দুই কিলোমিটার রাস্তা তৈরির জন্য সুকান্ত মজুমদার নিজস্ব সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা জেলা প্রশাসনের কাছে প্রদান করেন।

২০২৩ সালের মে মাসে ওই অর্থ বরাদ্দ করলেও সেই কাজ শুরু হতে ঢিলেমির অভিযোগ তোলেন গ্রামবাসীরা। পাকা রাস্তার জন্য বেশ কয়েকবার আন্দোলন করেন। উদ্দেশ্যেপ্রণোদিতভাবে রাস্তাটি করা হচ্ছিল না বলেই অভিযোগ গ্রামবাসী থেকে বিজেপির। অবশেষে গত অগস্ট মাসের প্রথম থেকে রাস্তার কাজ শুরু হয়। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এদিন চকরামে যান সুকান্ত মজুমদার।