WB Panchayat Polls 2023: সীমান্তে শাসকদলকে ভোট প্রচারে বাধা, বিএসএফ-এর বিরুদ্ধে নালিশ করতে কমিশনে যেতে চলছে তৃণমূল

Rupak Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 25, 2023 | 11:25 AM

WB Panchayat Polls 2023: তৃণমূল সূত্রে খবর, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিরোধীদের সুবিধা করে দিতেই এই পন্থা অবলম্বন করছে বিএসএফ। 

WB Panchayat Polls 2023: সীমান্তে শাসকদলকে ভোট প্রচারে বাধা, বিএসএফ-এর বিরুদ্ধে নালিশ করতে কমিশনে যেতে চলছে তৃণমূল
তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারে বাধা (নিজস্ব চিত্র)
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বালুরঘাট: রাজ্যের শাসকদলকে ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিএসএফ (BSF) এর বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের হিলি থানার অন্তর্গত আপ্তৈর গ্রামের হিন্দু মিশন এলাকার ঘটনা। সেখানে নির্বাচনী প্রচারে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিএসএফ-এর বিরুদ্ধে। তৃণমূল সূত্রে খবর, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিরোধীদের সুবিধা করে দিতেই এই পন্থা অবলম্বন করছে বিএসএফ।

বস্তুত, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ১৪টি গ্রাম ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারে ওপারে অবস্থিত। অর্থাৎ বাংলাদেশে। এই গ্রামগুলির ভোটার সংখ্যা কয়েক হাজারের কাছাকাছি হবে। যে কোনও ভোটে সংশ্লিষ্ট এই গ্রামগুলিতে নজর থাকে প্রতিটি রাজনৈতিক দলের। আসন্ন পঞ্চায়েত ভোটেও তার ব্যাতিক্রম হয়নি। ইতিমধ্যে কাঁটাতারের ওপারে অবস্থিত গ্রামগুলিতে তাদের প্রচার সম্পন্ন করেছে বিজেপি। গত বৃহস্পতিবার অর্থাৎ (২২ জুন) প্রচারে যায় তৃণমূল। অভিযোগ, তখনই বিএসএফ জওয়ানরা তাদের বাধা দেয়।

তৃণমূলের দাবি, ওই দিন নিজেদের ছবি, পরিচয় পত্র, প্রার্থীর প্রমাণপত্র সব কাঁটাতারের ওপারে যাওয়ার চেষ্টা করেন তৃণমূলের দুই প্রার্থী। বিএসএফ এর কাছ থেকে ওপারে যাওয়ার অনুমতি চান তাঁরা। অভিযোগ অনুমতি দেননি জওয়ানরা। এরপরই বচসায় জড়িয়ে পড়েন ওই তৃণমূল কর্মীরা। ক্ষোভে প্রশাসনিক মহলে নালিশ জানায় তাঁরা।

এরপর বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে প্রচারে যান তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। যদিও বিষয়টিকে পাত্তা দিতে নারাজ বিজেপি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “এটা রাজ্য পুলিশের এলাকা নয়। ওপারে যাওয়ার কিছু নিয়মাবলী রয়েছে। তা মেনে চললেই আর কোনও সমস্যা দেখা দেবে না।”

Next Article