CM Mamata Banerjee in Siliguri: কোনও অফিসার দুর্নীতিতে জড়িয়ে পড়লে ছেড়ে কথা বলব না: মমতা

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 12, 2023 | 1:40 PM

CM Mamata Banerjee in Siliguri: মমতা: ১ কোটি ১৫ লক্ষ মানুষ সাইকেল পেয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের জন্য ১ কোটি ১ লক্ষ কৃষককে মোট ২ হাজার ৮০৬ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। খরিপ মরশুমে ২ হাজার ৭৬৪ কোটি টাকা দেওয়া হয়েছে। ভাগচাষিরা ৪ হাজার টাকা পেয়ে থাকেন। ১৭ হাজার ৪৭১ কোটি টাকা কৃষকরা সরাসরি পেয়েছেন। যখন প্রথম এই প্রকল্প শুরু হয়েছে তখন নথিভুক্ত কৃষক ছিলেন ৩৯ লক্ষ। বর্তমানে বেড়ে ১ কোটি ১ লক্ষ।

CM Mamata Banerjee in Siliguri: কোনও অফিসার দুর্নীতিতে জড়িয়ে পড়লে ছেড়ে কথা বলব না: মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মঙ্গলবার হাইপ্রোফাইল সভা হতে চলেছে শিলিগুড়িতে। একদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন সেখানে। আবার সেই সভারই পাল্টা সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলত, শীতকালে উত্তরবঙ্গে ঠান্ডা পড়লেও রাজনীতির পারদ যে চড়ছে ত বলাই যায়। এ দিন, মুখ্যমন্ত্রীর সভা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। শাঁখ বাজিয়ে তাঁকে স্বাগত জানালেন সাধারণ মানুষ

সর্বশেষ তথ্য সবার উপরে…

  1. মমতা: আজ কলকাতা ফিরব। ১৭ তারিখ দিল্লি যাব। বাংলার অধিকার ফেরাতে যাচ্ছি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার যাব।
  2. মমতা: কেউ কেউ কাজ ফেলে রাখে। আমার অপচ্ছন্দ। আমি কাজ করি। দিনের দিন কাজ করি। হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে। বাংলা থেকেই বিশ্বকে লিড করব।
  3. মমতা: খারাপ কথা বললে মন খারাপ হয়। তাই সবাইকে বলব ভাল ভাবুন, ভাল কাজ করুন। যে খায় চিনি তাঁকে জোগায় চিন্তামণি।
  4. মমতা: বিধবা ভাতা কেন্দ্র বন্ধ করেছে। আমি কায়দা করে তাদের লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিয়েছে। গৌতম দেবকে বলছি, একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বস্তি বলা যাবে না। তাদের নাম উত্তোরণ। আর উদ্বাস্তু কলোনির নাম স্থায়ী ঠিকানা। আপনারা দেখলেন তেরো দিনের বাচ্চা নিয়ে এসেছিল। আমরা তাদের হাতে সবুশ্রী পৌঁছে দিলাম।
  5. মমতা: কোনও মানুষ বাইরে গিয়ে বিপদে পড়লে চিন্তা নেই। আমরা আছি। যেতে দিন। ইউক্রেনের সময় যাঁরা আটকে পড়েছিল তাঁদের আনার ক্ষেত্রে দিল্লির সরকার বলল হবে না। আমি বললাম হবে। তারপর আমরা আনলাম। এরপর ওরা শুরু করল।
  6. মমতা: ঘরের মেয়েরা কী করতে পারে ,আমি করে দেখাব। দিদি আপনাদের সঙ্গে আছে। ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না। ওরা পড়ার জন্য টাকা পাচ্ছে। ঘরের সম্পদ হচ্ছ। আর বয়েজ অল দ্যি বয়েজ! সবুজ সাথী নিয়ে চলবে বিশ্বজয় করবে। আমি চাই উত্তরবঙ্গে আইটি ইন্ডাস্ট্রি হোক। অনেক পর্যটন কেন্দ্র হোক।
  7. মমতা: কোনও কাজ ছোট নয়। ছোট থেকে বড় হতে হয়। একটা গান আছে বল তাঁর কী অপরাধ জন্ম হয়েছে যার পাকে? মানুষ ভাল থাকুক।
  8. মমতা: আমরা ভোট এলে শুধু টাকা দিই না শুনে রাখুন কেন্দ্রের সরকার।
  9. মমতা: কেন্দ্র সরকার একশো দিনের প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। এখন সবেতে জিএসটি । নকুল দানা কিনলেও জিএসটি। রেস্তোঁরায়ও জিএসটি। এই টাকা যাচ্ছে কাদের পকেটে টাকা যাচ্ছে ? বিজেপি সরকারের পকেটে। আমাদের টাকা আটকে রেখেছে। কী দোষ করেছে বাংলা? আমাদের টাকা আমাদের দিচ্ছে না। আমাদের উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্যের টাকা বন্ধ করেছে।
  10. মমতা: চাকরির জন্যেও সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন এসেছে। কোথাও এরকম ভ্যাকেন্সি হলে তাঁদের যোগ্যতা দেখে নেওয়া হবে। তাছাড়া আপনাদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড রয়েছে । তা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। একটা দোকানও তৈরি করতে পারেন।
  11. মমতা: সরাসরি মুখ্যমন্ত্রীতে ৯ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের কেস এসেছে। ১২ লক্ষ বিধবা ভাতার না পাওয়ার কেস এসেছে। রিভিউ চলছে।
  12. মমতা: বন্ধ চা বাগানের জমি অধিগ্রহণ করে সেখানে শ্রমিকদের পাট্টা দেব। দুটো চা বাগান খোলার কথা হচ্ছে। সেটা দেখে নেওয়া হবে। চা বাগানের সবাইকেই পাট্টা দেওয়া হবে। তবে ধীরে-ধীরে। উদ্বাস্তু কলোনি, কৃষক পাট্টাও দেব। চা বাগানের শ্রমিকদের ১ লক্ষ ২০ হাজার দেব। ওরা ঘর বানাতে পারবে। তিন মাস বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের দেড় হাজার টাকা দেওয়া হবে।
  13. মমতা: একটা রাজনৈতিক লোক পাঁচ টাকা চুরি করলে ১০ বার টিভিতে দেখানো হয়। কোনও অফিসার কোনও দুর্নীতিতে জড়িয়ে থাকলে আমি ছেড়ে কথা বলব না।
  14. মমতা: দুএকজন বিএলআরও দুষ্টু লোকের সাথে মিলে জমি কেনাবেচার সঙ্গে জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
  15. মমতা: মাটিগাড়াতে ক্যান্সার কেয়ার হাসপাতাল তৈরি হচ্ছে। শিলিগুড়ি পৌরসভায় জল প্রকল্পের সম্প্রসারণ হচ্ছে। বিদ্যুতের কাজ হচ্ছে। ১২ হাজার মানুষের কাছে সরাসরি কোনও না কোনও পরিষেবা পৌঁছে যাচ্ছে।
  16. মমতা: ১ কোটি ১৫ লক্ষ মানুষ সাইকেল পেয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের জন্য ১ কোটি ১ লক্ষ কৃষককে মোট ২ হাজার ৮০৬ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। খরিপ মরশুমে ২ হাজার ৭৬৪ কোটি টাকা দেওয়া হয়েছে। ভাগচাষিরা ৪ হাজার টাকা পেয়ে থাকেন। ১৭ হাজার ৪৭১ কোটি টাকা কৃষকরা সরাসরি পেয়েছেন। যখন প্রথম এই প্রকল্প শুরু হয়েছে তখন নথিভুক্ত কৃষক ছিলেন ৩৯ লক্ষ। বর্তমানে বেড়ে ১ কোটি ১ লক্ষ। এছড়াও মৃত কৃষকদের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ৪৭ টি প্রজেক্টের উদ্বোধন হয়েছে।
Next Article
Mamata Banerjee-Suvendu Adhikari: আজ শিলিগুড়িতে মমতা-শুভেন্দু, জোড়া সভা ঘিরে বাড়ছে উত্তাপ
Mamata Banerjee: ‘ভারতকে নেতৃত্ব দেবে বাংলাই’, সাফ জানালেন মমতা