Offbeat Darjeeling: সান্দাকফু-ফালুট এখন অতীত! এবার দার্জিলিং শহরের একেবারে গা লাগোয়া নতুন ট্রেকিং রুট

Darjeeling: সময়ের সঙ্গে সঙ্গে সান্দাকফুতে পর্যটকদের ভিড়ও বাড়তে শুরু করেছে। তাছাড়া পুরো ট্রেক রুট সম্পূর্ণ করে ফিরে আসতে অনেকটা সময়ও লেগে যায়। তাই যাঁরা নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করেন, তাঁদের জন্য দার্জিলিং শহরের কাছেই এক নতুন ট্রেক রুটের দিশা দেখাচ্ছে দাভা শেরপা পর্যটন বিভাগ।

Offbeat Darjeeling: সান্দাকফু-ফালুট এখন অতীত! এবার দার্জিলিং শহরের একেবারে গা লাগোয়া নতুন ট্রেকিং রুট
সিদ্রাপংImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2024 | 4:35 PM

দার্জিলিং: পাহাড় ভালবাসেন? ট্রেকিং-হাইকিং পছন্দ করেন? কিন্তু হাতে বেশিদিনের ছুটি পাচ্ছেন না? তাহলে আপনার জন্য এক দুর্দান্ত অপশন হতে পারে দার্জিলিং শহরের একেবারে কাছেই এই ট্রেকিং রুট। জনপ্রিয়তা ও অভিরাম নৈস্বর্গিক শোভার দিক থেকে সিঙ্গলীলা জাতীয় উদ্যানের ভিতর দিয়ে সান্দাকফু-ফালুট ট্রেক রুট অনেক জনপ্রিয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সান্দাকফুতে পর্যটকদের ভিড়ও বাড়তে শুরু করেছে। তাছাড়া পুরো ট্রেক রুট সম্পূর্ণ করে ফিরে আসতে অনেকটা সময়ও লেগে যায়। তাই যাঁরা নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করেন, তাঁদের জন্য দার্জিলিং শহরের কাছেই এক নতুন ট্রেক রুটের দিশা দেখাচ্ছে দাভা শেরপা পর্যটন বিভাগ।

সিদ্রাপং। পাহাড়ের কোলে এক ছোট্ট জায়গা। দার্জিলিং শহর থেকে দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। সিদ্রাপংয়ের পরিচিতি এখানকার জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য। ১৮৯৭ সালে তৌরি হওয়া এই জলবিদ্যুৎ কেন্দ্রটি ভারত তো বটেই গোটা এশিয়া মহাদেশের সবথেকে পুরনো জলবিদ্যুৎ কেন্দ্র। ঘন পাহড়ি জঙ্গলে ঘেরা পায়ে হাঁটা পথ, পাহাড়ি ঝোরা থেকে জল নেমে আসার শব্দ, আর সঙ্গে বহু দিনের পুরনো এক পায়ে চলার সাঁকো। নিরিবিলতে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক দুর্দান্ত বিকল্প হয়ে উঠতে পারে আপনার জন্য।

দাভা শেরপা পর্যটন বিভাগের প্রধান কো-অর্ডিনেটর জানাচ্ছেন, জিটিএ-র উদ্যোগে দার্জিলিঙের সিদ্রাবং হাইডেল প্রজেক্টটিকে পর্যটকদের জন্য একটি ট্রেকিং রুট করা হবে। তিনি বলেন, দার্জিলিংয়ে আসা পর্যটকরা শুধু আশপাশের পর্যটন কেন্দ্রগুলির দিকেই নজর দিচ্ছেন। তিনি আরও বলেন, এখানে পর্যটকদের আনাগোনা বাড়লে স্থানীয়দের জন্যও যেমন ভাল হবে তেমন পর্যটকদেরও মন ভাল করা একটি বিকল্প পর্যটনকেন্দ্র তৈরি হবে।