Attack on Rail: বাংলায় নাশকতার আশঙ্কা? টার্গেট রেল? এক ফোনেই উড়ল ঘুম

Attack on Rail: স্টেশনগুলিতে নজরদারির জন্য অ্যান্টি সাবোতাজ টিমকেও অ্যালার্ট করা হয়। বন্দে ভারত, শতাব্দী, রাজধানীর মতো জনপ্রিয় এক্সপ্রেস ট্রেনগুলিতেও জোর দেওয়া হয় নজরদারির উপরে। আশঙ্কার আবহ যে তৈরি হয়েছিল তা মানছেন সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মাও।

Attack on Rail: বাংলায় নাশকতার আশঙ্কা? টার্গেট রেল? এক ফোনেই উড়ল ঘুম
বন্দে ভারত
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2024 | 4:34 PM

শিলিগুড়ি: বাংলায় জঙ্গি নাশকতার আশঙ্কা। হামলা হতে পারে উত্তরবঙ্গ রেলের পরিকাঠামোতে। সেই আশঙ্কা থেকেই এবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে গেল বড় বার্তা। সতর্ক করলেন এসআরপি শিলিগুড়ি। তারপর থেকেই নিরাপত্তা বাড়াতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন। কী বলছে জিআরপি? 

জিআরপি বলছে, শনিবার রাতে অসমর্থিত সূত্র থেকে তাঁদের কাছে এই সংক্রান্ত একটি খবর এসেছিল। তাতেই বলা হয়েছিল উত্তরবঙ্গ রেলের পরিকাঠামোতে হামলার সম্ভাবনা থাকছে। প্রত্যেক স্টেশনের স্টেশন মাস্টার ও স্টেশন ম্যানেজারকে সে কারণেই বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়। এই খবরেই শোরগোল পড়ে যায়। সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে মাঠে নামে জিআরপি, আরপিএফ। যৌথ পেট্রোলিংয়েরও সিদ্ধান্ত নেয় জিআরপি, আরপিএফ। তৎপরতা বাড়ে রেল পুলিশের পদস্থ কর্তাদের মধ্যেও। একেবারে নিজেরা মাঠে নেমে খতিয়ে দেখেন সামগ্রিক ব্যবস্থা। মাঠে নামে স্নিফার ডগ। স্টেশনে স্টেশনে চলে তল্লাশি। 

একইসঙ্গে স্টেশনগুলিতে নজরদারির জন্য অ্যান্টি সাবোতাজ টিমকেও অ্যালার্ট করা হয়। বন্দে ভারত, শতাব্দী, রাজধানীর মতো জনপ্রিয় এক্সপ্রেস ট্রেনগুলিতেও জোর দেওয়া হয় নজরদারির উপরে। আশঙ্কার আবহ যে তৈরি হয়েছিল তা মানছেন সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মাও। তিনি বলছেন, “একটা ফোন এসেছিল। সে কারণেই এত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কে বা কোন উদ্দেশ্যে ওই ফোন করেছিল আমরা তা খতিয়ে দেখছি। তবে সাবধান থাকতেই তল্লাশি বাড়ানো হয়েছে।”