Gorkha Issue: জিটিএ-র ব্যর্থতা নিয়ে আলোচনা ত্রিপাক্ষিক বৈঠকে, দীপাবলীর পর আবারও বৈঠকে বসবেন অমিত শাহ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 12, 2021 | 11:56 PM

Meeting on Gorkha Issue: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সব পক্ষের বক্তব্য শুনেছেন এবং নভেম্বরে দীপাবলীর পর দ্বিতীয় দফা আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন।

Gorkha Issue: জিটিএ-র ব্যর্থতা নিয়ে আলোচনা ত্রিপাক্ষিক বৈঠকে, দীপাবলীর পর আবারও বৈঠকে বসবেন অমিত শাহ
জিটিএর ব্যর্থতা নিয়ে আলোচনা ত্রিপাক্ষিক বৈঠকে

Follow Us

নয়া দিল্লি ও  শিলিগুড়ি : পাহাড় সমস্যা মেটাতে এবার উদ্যোগী কেন্দ্র। গোর্খাদের দাবি দাওয়ার সমাধান কোন পথে করা যেতে পারে, তা নিয়ে আজ এক ত্রিপাক্ষিক বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। আজ বিকেল চারটের সময় ওই বৈঠকে শুরু হয় রাজধানীতে। নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে ওই বৈঠকে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।

এছাড়া পাহাড়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, দার্জিলিঙের বিধায়ক নীরজ জিম্বা,কার্শিয়াংয়ের বিধায়ক বি পি বজগৈন, কালচিনির বিধায়ক বিশাল লামা, জিএনএলএফ প্রধান মন ঘিসিং সহ পাহাড়ের অন্যান্য গোষ্ঠীর নেতারাও ছিলেন আজকের বৈঠকে। ছিলেন রাজ্য সরকারের প্রতিনিধিরাও।

বৈঠক শেষে বিজেপি সাংসদ রাজু বিস্তা এক বিবৃতিতে জানিয়েছেন, গোর্খা জনজাতি সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে আজকের বৈঠকে। এর মধ্যে পাহাড়ে গণতন্ত্রের অভাব এবং একেবারে নিচু তলার মানুষ পর্যন্ত প্রশাসনের পৌঁছে যাওয়ার ক্ষেত্রে যে অভাব রয়েছে, সব নিয়েই আলোচনা হয়েছে। বিজেপি সাংসদ জানিয়েছেন, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-র মতো ‘স্টপ-গ্যাপ’ আধা-স্বায়ত্তশাসিত শাসন ব্যবস্থা যে পাহাড়ের মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, তা আজ আবারও ত্রিপাক্ষিক বৈঠকে তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে রাজু বিস্তা জানিয়েছেন, “পাহাড়ে গণতন্ত্রের অভাবের কথা তুলে ধরে, আমরা জানিয়েছি ২০০১ সাল থেকে এই এলাকায় কোনও পঞ্চায়েত নির্বাচন হয়নি। ২০১৭ সাল থেকে তৃণমূল ক্যাডারদের পরিচালিত পর্ষদ হিসেবে জিটিএ পরিচালিত হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য আমরা আহ্বান জানিয়েছি বৈঠকে।”

তফসিলি উপজাতি তালিকায় পাহাড়ের যে ১১ টি গোর্খা উপ-উপজাতি বাদ পড়ে গিয়েছিল, সেগুলিকে পুনরায় যাতে তালিকায় অন্তর্ভুক্ত করা হয় সেই নিয়েও আজকের ত্রিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এবং সিকিম সরকার ইতিমধ্যেই এই বাদ পড়ে যাওয়া উপ-উপজাতিগুলিকে তফসিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছে। কেন্দ্রও ইতিমধ্যে উপজাতি বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে তিনটি কমিটিও গঠন করেছে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার জন্য।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সব পক্ষের বক্তব্য শুনেছেন এবং নভেম্বরে দীপাবলীর পর দ্বিতীয় দফা আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেই সংক্রান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। একইসঙ্গে রাজ্য সরকারকে বিশেষভাবে বলা হয়েছে, যাঁরা সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, এমন শীর্ষ আধিকারিকদের পরবর্তী দফার আলোচনার জন্য পাঠাতে।

আরও পড়ুন : COVID in Kolkata: পুজোর ভিড়ে চুপি চুপি দাঁত-নখ বের করছে করোনা, শহরের একাধিক এলাকায় ৪০-৪৫ শতাংশ বেড়েছে সংক্রমণ

আরও পড়ুন : Durga Puja 2021: পাইলটদের চোখ ধাঁধাচ্ছে বুর্জ খালিফার আলোর ঝলকানি, অভিযোগ দায়ের পুলিশে

Next Article