Kanchanjungha Express Accident: শুধু উত্তরবঙ্গ মেডিক্যালেই মৃত ৯! হাসপাতাল চত্বরে শুধুই কান্না-উদ্বেগ
Kanchanjungha Express: আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে ৪৩ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যালেই ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
শিলিগুড়ি: নিউজলপাইগুড়ি স্টেশন ছেড়ে বের হতেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একটি মালগাড়ি পিছন থেকে এসে ধাক্কা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ভয়াবহ ছবি দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরাগুলির। জোরকদমে চলছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে ৪৩ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যালেই ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছু দেহাংশও উদ্ধার হয়েছে। সেগুলিও ইতিমধ্যেই পৌঁছেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। হাসপাতাল চত্বরে এখন শুধুই একরাশ উদ্বেগ, দুশ্চিন্তা আর স্বজনহারাদের কান্না। যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসকরাও। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে উত্তরবঙ্গ মেডিক্যালের ৯০ জনের একটি দল বর্তমানে আহতদের পরিষেবা দিয়ে যাচ্ছেন। হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ৭০ ইউনিট রক্ত দিয়েছেন ইতিমধ্যেই। সার্জারি, অর্থোপেডিক ও ট্রমা সেন্টারে চলছে রেল দুর্ঘটনায় আহতদের চিকিৎসা।
রেল দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উত্তরবঙ্গ মেডিক্যালে পৌঁছে গিয়েছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা ও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। আহতদের চিকিৎসা ব্যবস্থা কীরকম চলছে, তা খতিয়ে দেখেন সাংসদরা। রাজু বিস্তা জানিয়েছেন, ‘চার-পাঁচ জনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সকলেরই চিকিৎসা চলছে। চিকিৎসকরা সবসময় নজর রাখছেন। ডাক্তাররা সবরকমভাবে চেষ্টা করছেন।’