AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri Dengue: ‘দুয়ারে ডেঙ্গি’, এবার শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

Siliguri Dengue: বিজেপির অভিযোগ,এলাকায় ডেঙ্গির বাড়বাড়ন্ত অথচ সরকার ও প্রশাসন খেলা, মেলা ও কার্নিভাল নিয়ে ব্যাস্ত। এই পরিস্থিতিতে মঙ্গলবার পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।

Siliguri Dengue:  'দুয়ারে ডেঙ্গি', এবার শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
শিলিগুড়িতে ডেঙ্গির প্রকোপ
| Edited By: | Updated on: Nov 01, 2022 | 1:32 PM
Share

শিলিগুড়ি: ডেঙ্গি আক্রান্ত দুই তৃণমূল নেতার মৃত্যু হয়েছে শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডে। তা নিয়ে তুঙ্গে রাজনীতি। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। পরিসংখ্যান অনুযায়ী, এখন শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৮০০ জন। বিজেপির অভিযোগ, অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। যাঁরা প্রত্যেকেই ডেঙ্গি আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ,এলাকায় ডেঙ্গির বাড়বাড়ন্ত অথচ সরকার ও প্রশাসন খেলা, মেলা ও কার্নিভাল নিয়ে ব্যাস্ত। এই পরিস্থিতিতে মঙ্গলবার পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দ বর্মনের নেতৃত্বে কর্মীরা আচমকা পৌরনিগমের গেটে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শঙ্কর ঘোষ বলেন,”দুয়ারে সরকার নয়, শিলিগুড়িতে দুয়ারে ডেঙ্গি এসেছে। প্রশাসন কাজ করছে না। ব্যর্থ বোর্ড কর্তারা উদাসীন হয়ে ঘুরছেন। কেন চিকিৎসকদের দল আনা হচ্ছে না, কেনই বা ফগিং- স্প্রে হচ্ছে না?” তাঁর আরও সংযোজন, “পরিস্থিতির উন্নতি না হলে আমরা লাগাতার পৌরনিগম ঘেরাও করব।”

প্রসঙ্গত, সোমবার ডাবগ্রামে দুই তৃণমূল নেতার মৃত্যু হয়। তাঁরা দুজনে ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন। মৃতদের মধ্যে একজন বিষ্ণু সাহা। তিনি তৃণমূলের ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। অপরজন নান্টু পাল।  পরিসংখ্যান অনুযায়ী, ডেঙ্গিতে এই পর্যন্ত ২০ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। শিলিগুড়িতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৮৯ জন। এলাকায় ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে সরব বিজেপি। পুরসভার তরফে এলাকায় তেমন কোনও সচেতনতামূলক পদক্ষেপ ও প্রচার করা হচ্ছে না বলে অভিযোগ বিজেপির। প্রতিবাদে এদিন বিক্ষোভও দেখান শঙ্কর ঘোষ।

যদিও তার প্রেক্ষিতে তৃণমূল নেতা গৌতম দেব বলেন, “ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন দুজনেই। তবে মার্ল্টি অর্গান ফেল করায় মৃত্যু হয়েছে।” তিনি আরও বলেন, “তিন চার দেরি করেছে চিকিৎসা করতে। ডেঙ্গি পজিটিভ ছিল। কিছু কোমর্বিডিটি ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাল্টি অর্গান ফেল করে।” পুরসভার তরফে এলাকায় যথেষ্ট পদক্ষেপ করা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি এলাকায় সাফাইও করা হয়েছে।