Siliguri Murder: বড়দিনের আগের রাতে ঘুরতে নিয়ে গিয়েছিলেন স্বামী… মুণ্ড থেকে ধর আলাদা হল স্ত্রীর, শিউরে উঠল শিলিগুড়ি

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 06, 2023 | 12:56 PM

Siliguri Murder: তবে কাটা মুণ্ড স্বামী কোথায় ফেলেছেন, তার হদিশ এখনও করতে পারেনি পুলিশ। দেহের অর্ধাংশ দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেটি রেণকুা খাতুনেরই হবে।

Siliguri Murder: বড়দিনের আগের রাতে ঘুরতে নিয়ে গিয়েছিলেন স্বামী... মুণ্ড থেকে ধর আলাদা হল স্ত্রীর, শিউরে উঠল শিলিগুড়ি
শিলিগুড়িতে স্ত্রীকে খুনের অভিযোগ

Follow Us

শিলিগুড়ি:  অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে স্ত্রীর, এমনটা সন্দেহ ছিল স্বামীর মনে। স্ত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে, সেখানে ধর থেকে মুণ্ড আলাদা করলেন। দেহ ফেললেন ক্যানেলে। মুণ্ডর খোঁজ অবশ্য এখনও মেলেনি। শিলিগুড়িতে ফাঁসিদেওয়ার গোয়ালটুলি এলাকায় নৃশংস এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রেণুকা খাতুন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দেহটি উদ্ধার করেছে পুলিশ।
তবে কাটা মুণ্ড স্বামী কোথায় ফেলেছেন, তার হদিশ এখনও করতে পারেনি পুলিশ। দেহের অর্ধাংশ দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেটি রেণকুা খাতুনেরই হবে।কাটা মুণ্ডটির খোঁজে তল্লাশি চালায় পুলিশ। বেশ কিছুক্ষণ পর মুণ্ডটাও উদ্ধার হয়। ঘটনায় অভিযুক্ত স্বামীর নাম এম ডি আনসারুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ বছর আগে আনসারুল বিয়ে করেছিলেন রেণুকাকে। শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের দাদাভাই কলোনিতে থাকতেন দম্পতি।
গত ২৪ ডিসেম্বর গৃহবধূর পরিবার থানায় অভিযোগ জানান, তাঁদের বাড়ির মেয়ের সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারছেন না।

থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। এরপরই তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ। বুধবার রাতে গৃহবধূর স্বামী এম ডি আনসারুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। স্বামীর কথায় বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়ে। পুলিশের তাতে সন্দেহ হয়। পুলিশি জেরায় এম ডি আনসারুল পরে ভেঙে পড়েন।

পুলিশ জানিয়েছে, আনসারুল জেরায় স্বীকার করেছেন, যে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি। গত ২৪ ডিসেম্বর ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রীকে ফাঁসিদেওয়ায় নিয়ে যান। এরপর সেখানে স্ত্রীকে চাকু দিয়ে খুন করেন। দেহ থেকে মাথা আলাদা করেন।

পরে দেহ এবং মাথা দুটি আলাদা-আলাদা বস্তায় ভরে ক্যানেলে ফেলে দেন। ধরটি উদ্ধার হলেও এখন মুণ্ডর খোঁজে তল্লাশি চালায় পুলিশ। বৃহস্পতিবার ক্যানেলে তল্লাসি চালায় পুলিশ। শুক্রবার ফের তল্লাসিতে অভিযানে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে। সেটি আপাতত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Next Article