দুর্গাপুর: বর্ষবরণের রাত। আনন্দ উচ্ছ্বাস বাধ মানছে না। তবে করোনা আবহে সামাজিক দূরত্ব মেনেই উৎসবে মাতার কথা জানিয়েছিল রাজ্য। কিন্তু নতুন বছর আসার আগেই উল্টো দৃশ্য দুর্গাপুরে (Durgapur)। সংবাদ সংস্থা এএনআইয়ের টুইট করা একটি ভিডিয়োয় দেখা গেল মাস্ক ছাড়াই সামাজিক দূরত্ব শিকেয় তুলে বর্ষবরণে আনন্দে নাচছেন একাধিক মানুষ।
কারোর মুখেই মাস্ক নেই। সামাজিক দূরত্বেরও জলাঞ্জলি। জোর আওয়াজে বাজছে মাইক, হাতে মোবাইল আর বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস। বর্ষবরণের উৎসবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা বারবার মনে করিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। দেশে করোনার নয়া ‘স্ট্রেন’ হানা দেওয়ার পর রাজ্যের মুখ্য সচিবদের উৎসবের নিয়মে কড়াকড়ি করতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে প্রয়োজনে নৈশ কার্ফু জারির কথাও জানানো হয়েছিল। কিন্তু রাজ্যের পক্ষ থেকে নৈশ কার্ফু জারি না করলেও একাধিক বিধিনিষেধ-সহ নির্দেশিকা দিয়েছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুর্গাপুরের ঘটনায় অবশ্য তা কার্যকরী হতে দিলেন না সেখানকার মানুষরাই।
#WATCH | People celebrate on the eve of the New Year in Durgapur, West Bengal. pic.twitter.com/yO6k3X5dsj
— ANI (@ANI) December 31, 2020
রাজ্যে ব্রিটেনের ‘স্ট্রেনে’ আক্রান্ত হয়েছেন লন্ডন ফেরত এক যুবক। ওই যুবক যে বিমানে ফিরেছিলেন, সেই সহযাত্রীদেরও খুঁজে বের করেও কন্ট্যাক্ট ট্রেসিংয়ের কাজ চলছে। স্বাস্থ্যভবনের তরফে তাঁদের জন্য ৬ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা শহরে উৎসবের রাতে করোনা সংক্রমণ রুথতেও একাধিক পদক্ষেপ করেছে পুলিস। পার্ক স্ট্রিট চত্বর-সহ একাধিক পানশালায়া চলছে কড়া নজরদারি।
আরও পড়ুন: রাস্তায় ফেলে তৃণমূল কর্মীকে হকি স্টিক দিয়ে ‘মার’, বর্ধমানে ফের উত্তেজনা
তবে বিশেষজ্ঞরা বলছেন, মানুষ সতর্ক না হলে সম্ভব নয় সংক্রমণ রোখা। দেশে করোনা রেখাচিত্র নিম্নমুখী হচ্ছে, তার মধ্যে উৎসবে বাধভাঙা উচ্ছ্বাসে করোনা সংক্রমণ দ্রুততা পেতে পারে। দুর্গাপুরের ছবিটা অবশ্য সেই সম্ভাবনাকেই প্রবল করল।