রাস্তায় ফেলে তৃণমূল কর্মীকে হকি স্টিক দিয়ে ‘মার’, বর্ধমানে ফের উত্তেজনা
মাথা ফেটে যায় গৌতমের, ভেঙে যায় পাও। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্ধমান: তৃণমূল কর্মীর ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল বর্ধমানের নীলপুরে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, গৌতম দে নামে তাঁদের ওই কর্মী টোটো নিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় কয়েকজন বিজেপি কর্মী তাঁর পথ আটকান। লাঠি, বাঁশ নিয়ে হামলা চালান। গৌতমকে মাটিতে ফেলে মারধর করা হয়। ভাঙচুর করা হয় টোটোতেও। উইকেট, হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে যায় গৌতমের, ভেঙে যায় পাও। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদারের অভিযোগ, বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শুভম নিয়োগীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় তারা বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে।
আরও পড়ুন: ‘জমিচোর’ অমর্ত্য! দিলীপের মন্তব্যে কড়া জবাব দিলেন যাঁরা
বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্যামল রায় জানান, তাঁদের দলের তিনজন কর্মী বর্ধমান আদালত থেকে জামিনে মুক্তি পান। তাদের ঘরে ফিরিয়ে দিতে দলের কর্মীরা ওই এলাকায় গিয়েছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা তাঁদের কর্মীদের ঘরে ঢুকতে বাধা দিয়েছিল। তাতেই বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। এই ঘটনায় কোনও তৃণমূল কর্মী আহত হননি বলেও দাবি তাঁদের। এলাকায় উত্তেজনা রয়েছে। মোতায়েন রয়েছে পুলিস।