TMC-BJP: ভোট ঘোষণা হতে না হতেই ঝরল রক্ত, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফাটল মাথা

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Mar 17, 2024 | 7:41 AM

TMC-BJP: হাসপাতাল থেকেই সুর চড়াতে দেখা যায় সুকান্তকে। তাঁর অভিযোগ, অভিযুক্ত কারা জানা গেলেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। পুলিশ যদি দ্রুত পদক্ষেপ না করে তাহলে তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

TMC-BJP: ভোট ঘোষণা হতে না হতেই ঝরল রক্ত, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফাটল মাথা
আহত কর্মীকে দেখতে হাসপাতালে সুকান্ত
Image Credit source: TV-9 Bangla

Follow Us

গঙ্গারামপুর: শনিবারই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ভোট ঘোষণা হতে না হতেই রক্ত ঝরল বাংলায়। বিজেপি করায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ শাসক তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। গুরুতর আহত অবস্থায় জয়দীপ দাস (৪০) নামে ওই বিজেপি কর্মী ঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর পাওয়া মাত্রই রাতে হাসপাতালে ছুটে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের পদ্ম প্রার্থী সুকান্ত মজুমদার, স্থানীয় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক গৌতম রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। 

হাসপাতাল থেকেই সুর চড়াতে দেখা যায় সুকান্তকে। তাঁর অভিযোগ, অভিযুক্ত কারা জানা গেলেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। পুলিশ যদি দ্রুত পদক্ষেপ না করে তাহলে তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। প্রসঙ্গত, ঘটনা ইতিমধ্যেই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত জয়দীপের বাড়ি গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়িতে পঞ্চায়েতের পাটন দাসপাড়া এলাকায়।   

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঝামেলার সূত্রপাত পঞ্চায়েত ভোটের সময় থেকেই। পাটন ১৮৫ নম্বর বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আক্রান্ত জয়দীপ দাসের ভাই বউ মিতালি দাস। অভিযোগ তাতেই রাগে ফুঁসছিলেন এলাকার তৃণমূল কর্মী তরুণ পাল ও তাঁর দলবলেরা। পঞ্চায়েত ভোটের সময় থেকে প্রায়শই ঝামেলা হত বলে খবর। শনিবারও জয়দীপদের উপর অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে তরুণ পালের সহ তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে জয়দীপকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। মাথায় গুরুতর চোট পান তিনি। তারপর থেকেই ভর্তি হাসপাতালে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি শঙ্কর সরকার।

Next Article