Ranaghat: সিনেমা চলাকালীন হলে এ কী কাণ্ড, রানাঘাট টকিজকে ঘিরে উদ্বেগ
Ranaghat: হলে ইভিনিং শো চলাকালীন এদিন আচমকা আগুন লেগে যায় একটি এসি মেশিনে। দাউদাউ করে জ্বলে ওঠে। ধোঁয়ায় ঢেকে যায় হল। তা দেখেই চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন হলে আসা লোকজন।
রানাঘাট: চলছিল সিনেমা। তারমধ্যেই তুমুল হইচই। সিনেমা দেখে নয়, আগুন! সিনেমা চলাকালীন আগুন লেগে গেল রানাঘাটের হলে। তবে অল্পের জন্য শেষ পর্যন্ত বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল রানাঘাট টকিজ সিনেমা হল। রানাঘাট রেল স্টেশনের পাশেই রয়েছে রানাঘাট টকিজ। সূত্রের খবর, হলে ইভিনিং শো চলাকালীন এদিন আচমকা আগুন লেগে যায় একটি এসি মেশিনে। দাউদাউ করে জ্বলে ওঠে। ধোঁয়ায় ঢেকে যায় হল। তা দেখেই চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন হলে আসা লোকজন।
খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। কিছু সময়ের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় সিনেমা। খবর যায় দমকলে। মুহূর্তেই বন্ধ করে দেওয়া হয় হলের বিদ্যুৎ সংযোগ। উত্তেজনার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে আগুন।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কোসলদেব বন্দ্যোপাধ্যায়। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। হলের কর্মীরা বলছেন, আর একটু দেরি হলেই বড় ক্ষতি হয়ে যেতে পারতো। যদিও শেষ পর্যন্ত সেই বিপদ এড়ানোয় কিছুটা হলেও স্বস্তিতে তাঁরা।