AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: পঞ্চায়েত ভোটে কাকে সমর্থন? নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন বংশীবদন

গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশন কোনও অবস্থাতেই ভারত ভুক্তি চুক্তি অনুসারে কোচবিহারকে রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবি থেকে সরে আসছে না বলেও স্পষ্ট করে দেন বংশীবদন বর্মন।

Jalpaiguri: পঞ্চায়েত ভোটে কাকে সমর্থন? নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন বংশীবদন
জলপাইগুড়ির সভায় গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন।
| Edited By: | Updated on: Dec 16, 2022 | 12:03 AM
Share

জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোট আসন্ন। কিন্তু, কোন দলকে সমর্থন করবেন, তা স্পষ্ট করলেন না গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন। তবে কোনও অবস্থাতেই কোচবিহারকে রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবি থেকে সরে আসছেন না বলে বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

এদিন জলপাইগুড়ি গোশালা মোড় লাগোয়া পাহাড়পুর যুবক সঙ্ঘের মাঠে কোচবিহারের শেষ রাজা জগ দ্বীপেন্দ্র নারায়ণের জন্মদিন পালন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিতে জলপাইগুড়ি আসেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন। সেখানেই পঞ্চায়েত ভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, “পঞ্চায়েত ভোট এখনও দেরি আছে। মানুষ ভোটকেন্দ্রে গিয়েও মত বদল করে। সুতরাং এখনই বলা সম্ভব নয়, আমরা কী করব। কোন দলকে সমর্থন করব। গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশন এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে সঠিক সময়েই সিদ্ধান্ত জানানো হবে।”

তবে গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশন কোনও অবস্থাতেই ভারত ভুক্তি চুক্তি অনুসারে কোচবিহারকে রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবি থেকে সরে আসছে না বলেও স্পষ্ট করে দেন বংশীবদন বর্মন। তিনি বলেন, “আমাদের দাবি হল আলাদা রাজ্যের স্বীকৃতি। এই দাবিকে সামনে রেখে আমরা দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছি। তাই আমাদের দাবিকে মান্যতা দিতে যারা এগিয়ে আসবে, আমরা তাদের সঙ্গেই আছি।”

প্রসঙ্গত, কোচবিহারকে আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে সাম্প্রতিককালে গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের দাবিকে পরোক্ষে সমর্থন জানিয়েছে বিজেপি। সংগঠনের প্রধান অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের বিরুদ্ধে কোচবিহার সহ উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগও তোলেন। যা নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্যভাগের চক্রান্তের অভিযোগ তোলে তৃণমূল। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যভাগের বিষয়ে কোনও মন্তব্যকে বিজেপি সমর্থন জানাচ্ছে না। ফলে গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশন আসন্ন পঞ্চায়েত ভোটে কোন দলকে সমর্থন জানাবে, তা নিয়ে সংশয় রয়েই গেল।