আজ পাহাড়ে ভোট যুদ্ধ। জিটিএ (GTA) নির্বাচন হচ্ছে ১০ বছর পর। শুধু পাহাড় নয় সমতলেও হচ্ছে ভোট। রবিবার শিলিগুড়িতে মহকুমা পরিষদের নির্বাচন। পাহাড়ে ৪৫ আসনে প্রার্থী হচ্ছেন ২৭৭ জন। ভোটার ৭ লক্ষের বেশি। গোর্খা জনমুক্তি মোর্চা, বিজেপি, জিএনএলএফ সহ পাহাড়ের বেশ কিছু দল এবার লড়ছে না ভোটে। সব আসনেই প্রার্থী দিয়েছে হামরো পার্টি। ৩৫ আসনে প্রার্থী দিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তৃণমূল ১০ ও সিপিএম ১১ আসনে লড়ছে। ইতিমধ্যে পাহাড়ে ভোট ঘিরে নিরাপত্তার কড়াকড়ি। চলছে পুলিশি টহলদারি। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন পর্যটনস্থল। আগামী বুধবার নির্বাচনের ফল প্রকাশ।
শুধু পাহাড় নয়, ভোট যুদ্ধ হচ্ছে সমতলেও। আজ শিলিগুড়িতে মহকুমা পরিষদের নির্বাচন। শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে ৬৫৭ কেন্দ্রে ভোট গ্রহণ। মহকুমা পরিষদের আসন সংখ্যা ৯। এর পাশাপাশি ৪ পঞ্চায়েত সমিতির ৬৬ আসন ও ২২ গ্রাম পঞ্চায়েতের ৪৬২ আসনে ভোট। মোট ভোটার ৫ লক্ষ ২৮ হাজার।
বস্তুত, রাজ্যের তিন জেলার ছ’টি পুরসভার ছ’টি ওয়ার্ডে আজ নির্বাচন। উত্তর ২৪ পরগনার পানিহাটির ৮ নম্বর, ভাটপাড়ার ৩ নম্বর, দক্ষিণ দমদমের ২৯ নম্বর ও দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচন। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায় ৮ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচন হচ্ছে। বাকি তিন পুরসভার তিনটি ওয়ার্ডে নির্বাচন স্থগিত ছিল। তাই ওই তিন ওয়ার্ডে নির্বাচন হচ্ছে। পুরুলিয়ার ঝালদা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু খুন হওয়ায় সেখানে উপ নির্বাচন। এছাড়া চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেও নির্বাচন স্থগিত ছিল। আজ ওই ওয়ার্ডেও নির্বাচন। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ভোটগণনা হবে ২৯ জুন।
বিকেল ৫ টা পর্যন্ত শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট পড়েছে ৭৯.৩৫ শতাংশ। এখনও পর্যন্ত বেশ কিছু ভোটগ্রহণ কেন্দ্র থেকে তথ্য পৌঁছয়নি। ফলে চূড়ান্ত তথ্যে সামান্য পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে।
বিকেল চারটে পর্যন্ত জিটিএ নির্বাচনে ভোট পড়েছে ৫৬.৫ শতাংশ। তবে এখনও পর্যন্ত কিছু কিছু ভোট গ্রহণ কেন্দ্রের তথ্য এখনও এসে পৌঁছয়নি। ফলে চূড়ান্ত তথ্যে কিছু পরিবর্তন হতে পারে। রবিবাসরীয় এই নির্বাচনের দিকে নজর ছিল রাজ্য রাজনীতির সকলের।
ভোট দিলেন বিনয় তামাং। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা যে দলকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম কেন্দ্রে তাঁরা ক্ষমতায় আসার পর আমাদের দাবি পূরণ করবে। ২০১৭ সালে তাঁরা চুপ করে দেখতে থাকে। তাই আমরা বুঝে গিয়েছি, গোর্খাদের ইস্যু নিয়ে বিজেপি ভাবছে না। সেই কারণে আমরা আমার জিটিএ নির্বাচনে এসেছি।”
দুপুর তিনটে পর্যন্ত কোথায় কত ভোট?
দুপুর তিনটি পর্যন্ত পাহাড়ে জিটিএ নির্বাচনে ভোট পড়েছে ৫১.৯ শতাংশ।
শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট পড়েছে ৬১.৮ শতাংশ।
দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। বাঙ্গুর এভিনিউ হাই স্কুল ফর গার্লস স্কুলের ১৮ নম্বর বুথে রিগিং চলছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী প্রার্থীরা (সিপিএম ও বিজেপি)। সিপিএম নেতা পলাশ দাসের দাবি, এক ঘণ্টায় ৬০ টি ভোট পড়েছে, যার মধ্যে ৫০ টি ছাপ্পা ভোট ।
দুপুর ১ পর্যন্ত জিটিয়ে নির্বাচনে ভোট পড়েছে ৩৮ দশমিক ৮ শতাংশ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট পড়েছে ৪৫ দশমিক ২ শতাংশ।
পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় ৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে। এ দিন সকালে ভোট দিয়ে বেরিয়ে তাঁর মীনাক্ষী দত্ত জানিয়েছেন, অনুপম দত্তের খুনের তদন্ত খুব দেরিতে হচ্ছে।এখনও সব অভিযুক্ত ধরা পরেনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি আস্থা রয়েছে। পাশাপাশি তিনি জানান, ২৯ শে জুন ফল মিলবে।
বাঙুর এভিনিউ হাই স্কুল ফর গার্লস-এর ১৮ নম্বর বুথে অবাধে চলছে রিগিং ছাপ্পা ভোট। অভিযোগ বিরোধী দলগুলির
শিলিগুড়িতে উত্তেজনা। নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে অবাধে ভোট লুটের ঘটনা এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী মৌসুমী সেন
ভোট লুঠের প্রতিবাদে ভাটপাড়া পুরসভাতে এক্সিকিউটিভ অফিসারের কাছে অভিযোগ। সকাল থেকেই ভোট লুঠের অভিযোগ সিপিএম-এর। প্রশাসনের মদতেই ভোট লুঠের অভিযোগ দায়ের সিপিএম-এর।
হুগলিতেও গণ্ডগোল। বুথের ভিতর ভোটারদের মোবাইল নিয়ে ঢোকার অনুমতি মিলছিল না। পরে বিরোধী রাজনৈতিক দলগুলি জানায় যে বুথে মোবাইল না নিয়ে ঢুকতে দিলে ভোটগ্রহণ হবে না। চন্দননগর সারদা সদন গার্লস স্কুলে ভোট চালু হওয়ার কথা থাকলেও তা বন্ধ রাখা হয়। পরে নির্বাচন আধিকারিক এসে জানান মোবাইল সুইচ অফ করে ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন সাধারণ ভোটাররা। তারপরই চালু হয় চন্দননগর পৌর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের ভোট প্রক্রিয়া। এর জন্য প্রায় ১০ মিনিট বন্ধ থাকে ভোট প্রক্রিয়া।