TMC: মহিলার সঙ্গে এমন কাজের জন্য তৃণমূল নেতাকে ‘গ্রেফতার করালেন’ খোদ তৃণমূল বিধায়ক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 26, 2022 | 12:44 PM

North 24 Pargana: উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা ২ নং পঞ্চায়েতের ১২০ নং বুথ এলাকার ঘটনা। সেখানে বাস করেন অঞ্জুরা বিবি।

TMC: মহিলার সঙ্গে এমন কাজের জন্য তৃণমূল নেতাকে গ্রেফতার করালেন খোদ তৃণমূল বিধায়ক

Follow Us

উত্তর ২৪ পরগনা: তিনি নাকি বলেছিলেন কাউকে জানাতে হবে না কিছু। গোপনেই সব কাজ হয়ে যাবে। সেই মোতাবেক মহিলাও সন্দেহ না করে তৃণমূল যুব নেতার দাবি মেনে নিয়েছিলেন। কিন্তু তারপর যা হল…

সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে মহিলার থেকে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ। প্রায় ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল যুবনেতার বিরুদ্ধে। পরে বিধায়কের হস্তক্ষেপে গ্রেফতার অভিযুক্ত তৃণমূল যুবনেতা।

উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা ২ নং পঞ্চায়েতের ১২০ নং বুথ এলাকার ঘটনা। সেখানে বাস করেন অঞ্জুরা বিবি। অভিযোগ, তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নেয় এলাকার যুব তৃণমূল নেতা আসিফ ইকবাল। অঞ্জুরা বিবির দাবি, তাঁর কাছ থেকে সরকারি ঘর পাইয়ে দেবেন বলে ১০ হাজার টাকা নিয়েছেন অভিযুক্ত তৃণমূল যুব নেতা আসিফ। তবে সেই টাকা আর ফেরত দেননি তিনি।

এরপরই শনিবার দুয়ারে বিধায়ক কর্মসূচিতে যান অঞ্জুরা বিবি। সেখানে গিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামীকে গোটা ঘটনা খুলে বলেন। পরে বিধায়কের নির্দেশে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর শনিবার রাত্রিবেলাই পুলিশ অভিযুক্ত যুব নেতাকে গ্রেফতার করে। এই বিষয়ে অঞ্জুরা দেবী বলেন, ‘আমি একজন গরিব মানুষ। এলাকারই একজন তৃণমূল যুব নেতা বলেন তোমার ঘর নেই আমায় ১০ হাজার টাকা দাও। ঘর পাইয়ে দেব। গ্রামের ছেলে বলছে দেখে আমি ১০ হাজার টাকা ধার করে এনে ওকে দিই। এবার দু’বছর কেটে গিয়েছে। আজকে দেব কালকে দেব করে-করে সেই টাকা আর ফেরত দেয়নি। এদিকে, আমার ঘর ভেঙে পড়ে গেছে। খুবই অবস্থা খারাপ। তাই আমি বিধায়কের কাছে গিয়েছিলাম। এই ব্যাপারে প্রধানকে আমি জানাইনি। আসিফ বলেছিল কাউকে জানাবে না। চুপি-চুপি টাকা দেবে। এবার গ্রামের ছেলে বুঝে উঠতে পারিনি। তারপর দেখি ঘর আর দেয়নি।’ বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, ‘তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের জন সংযোগ করতে। সেই কারণে আমি প্রতি শনিবার হাবড়া গ্রাম পঞ্চায়েতর ৮ ব্লকে আসি। এলাকার মানুষের কথা শুনি, সমস্যার কথা শুনি। মানুষের ছোট-বড় নানা বিষয় শুনি। সেই রকমই ওনার অভিযোগ শুনে আমি ব্যবস্থা নিলাম।’

Next Article