বড়জোড়া: আবাস যোজনা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি! এবার সমীক্ষার পর আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় অর্ধেক উপভোক্তার নাম। যা নিয়ে শনিবার চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকে। রাজনৈতিক প্রভাব খাটিয়েই সঠিক উপভোক্তাদের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ গ্রামবাসীর। এর প্রতিবাদে বিডিও-কে ঘিরে বিক্ষোভ দেখালেন বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের বড়কুড়া গ্রামের বাসিন্দারা। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে বিডিও-কে আটকে রাখা হয়। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর হাত থেকে বিডিও-কে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রকাশিত আবাস যোজনার তালিকায় বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতে ১২০০-র বেশি পরিবারের নাম ছিল। প্রাথমিক সমীক্ষার পর সেই তালিকায় বাদ দেওয়া হয়েছে ৬০০ জনেরও বেশি উপভোক্তার নাম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সমীক্ষার পর দেখা যাচ্ছে অনেক উপভোক্তার নিজস্ব পাকা বাড়ি থাকলেও তাঁর নাম রয়ে গিয়েছে তালিকায়। অথচ যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের একটা বড় অংশের পাকা বাড়ি তো দূরের কথা, ভাঙা মাটির বাড়িতেই দিনযাপন করতে হয়। এই ঘটনায় গত কয়েকদিন ধরে ক্ষোভে ফুঁসছিল গ্রামবাসী। এদিন বিডিও-কে নাগালে পেয়ে তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখান তাঁরা।
এদিন বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের বড়কুড়া গ্রামে গ্রাম সংসদের সভা করতে গিয়েছিলেন বড়জোড়ার বিডিও। সেই সময়ই স্থানীয় বাসিন্দারা আবাস যোজনার তালিকায় ও সমীক্ষায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলে বিডিওকে গ্রামে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখান। গ্রামবাসীর বিক্ষোভের জেরে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে গ্রামেই আটকে থাকেন বিডিও। পরে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে গিয়ে বিডিওকে ঘেরাও মুক্ত করে।
স্থানীয়দের দাবি, আবাস যোজনার সম্প্রতি হয়ে যাওয়া সমীক্ষা বাতিল করে নতুন করে সমীক্ষা করে উপভোক্তা নির্বাচন করা হোক। ভাঙা ঘরে কোনরকমে দিনযাপন করছেন, কেন আবাস যোজনার তালিকায় নাম উঠবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিখা বাউরি,উজ্জ্বল সূর, সোমা সাহার মতো গ্রামের সাধারণ মানুষ।
যদিও এটা প্রাথমিক তালিকা বলে দাবি বড়জোড়ার বিডিও সুরজিত পণ্ডিতের। গ্রামবাসীকে আশ্বাস দিয়ে তিনি বলেন, “আবাস যোজনার তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলাশাসকের দফতরে অভিযোগ জমা করতে পারেন। অভিযোগ খতিয়ে দেখা হবে।”