Bhagavad Gita: বাংলায় জোরে-জোরে উচ্চারিত হচ্ছে গীতার স্তোত্র, বাংলাদেশ আবহেই ‘একজোট’ হচ্ছেন হিন্দুরা?
Gita Path:রবিবার দুপুর বারোটা থেকে গীতা পাঠ শুরু হয়েছে। প্রচুর ভক্ত এসেছেন দূর-দূরান্ত থেকে। হাজির হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। একই সঙ্গে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী। তবে শুধু শিলিগুড়ি নয়, বনগাঁতেও চলছে গীতাপাঠ।
প্রসেনজিৎ চৌধুরী ও দীপঙ্কর দাসের রিপোর্ট
বাংলাদেশে হিন্দু-বিদ্বেষের আবহে এ রাজ্যের শিলিগুড়িতে বসল গীতা পাঠের আসর। এক বছর আগে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের পর কওয়াখালি ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন সনাতন সংস্কৃতি সংসদের তরফে।
রবিবার দুপুর বারোটা থেকে গীতা পাঠ শুরু হয়েছে। প্রচুর ভক্ত এসেছেন দূর-দূরান্ত থেকে। হাজির হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। একই সঙ্গে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী। তবে শুধু শিলিগুড়ি নয়, বনগাঁতেও চলছে গীতাপাঠ।
কেন এই গীতা পাঠ? বাংলাদেশ যখন অশান্ত তখন এপার বাংলাতেও কিন্তু রাজনীতিতে রঙ লেগেছে। তারপর আবার ২০২৬-এ বিধানসভা ভোট। একদিকে যেমন বিজেপি রয়েছে। অন্যদিকে রয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিঘাতে জগন্নাথ মন্দির স্থাপনের কথা বলছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারীরা হিন্দু ভোটকে একত্রিত করার কথা বলছেন। বিজেপি চেষ্টা করছে ছাব্বিশের আগে যাতে হিন্দু ভোটকে একত্রিত করা যায়।
শিলিগুড়িকে কেন বেছে নেওয়া হল?
উত্তরবঙ্গ অর্থাৎ বিজেপির গড়। সম্প্রতি সেখানে তৃণমূল দাগ কাটতে শুরু করলেও এখনও শক্তি বেশি বিজেপির। সেই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শিলিগুড়িকে বেছে নেওয়া হয়েছে।
বনগাঁয় কেন গীতা পাঠ?
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত সকলেই। সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর নির্বিচারে অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসছে। আর বনগাঁ হল বাংলাদেশের পার্শ্বস্ত একটি শহর। সেখানে এই গীতাপাঠ ওপারের সংখ্যালঘু হিন্দুদের মনে যে মনোবল বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।