TMC: কান খাড়া তৃণমূলের, শুনছে বিজেপি সাংসদদের সব বক্তব্য, নতুন ‘খেলা’ হবে সংসদে?
Parliament: ইতিমধ্যেই রাজ্যসভায় বিরোধী সংসদদের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য পেশ করার জন্য সংসদ বিষয়কমন্ত্রী কিরণ রিজিজুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ।
নয়া দিল্লি: সংসদে নয়া স্ট্রাটেজি তৃণমূল কংগ্রেসের। শাসক শিবিরের সাংসদদের সবক শেখাতে এবার তৃণমূলের হাতিয়ার হতে চলেছে স্বাধিকার ভঙ্গের নোটিস। খতিয়ে দেখা হচ্ছে বিজেপি সাংসদদের বক্তব্য। কারণ হাতিয়ার হবে যে এই অপমানজনক বা আপত্তিকর মন্তব্যই।
লোকসভায় সংবিধানের উপরে আলোচনা চলছে। সেখানেই বিজেপি সাংসদ বা মন্ত্রীদের তরফে বিরোধী সাংসদদের বিরুদ্ধে কোনও অপমানজনক বা আপত্তিকর মন্তব্য ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস। যদি এমন কোনও অবমাননাকর মন্তব্য খুঁজে পাওয়া যায়, তবে বিজেপি সাংসদদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হবে।
ইতিমধ্যেই রাজ্যসভায় বিরোধী সংসদদের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য পেশ করার জন্য সংসদ বিষয়কমন্ত্রী কিরণ রিজিজুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ।
লোকসভার আলোচনাতেও এ ধরনের আপত্তিকর মন্তব্য পাওয়া গেলে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়ার পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস।
পরসঙ্গত, রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এই বিষয় নিয়েও আইনজীবীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে তৃণমূল। অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পর রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতও বন্ধ করে দিয়েছে বিরোধী সাংসদরা। ইতিমধ্যেই যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন তৃণমূল, সমাজবাদী পার্টি, শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা। যদিও দলগতভাবে না হলেও, কয়েকজন কংগ্রেস সাংসদ ব্যক্তিগতভাবে দেখা করছেন বলে খবর।