Acid Attack: পরকীয়া সম্পর্কে ইতি টানতে চেয়েছিলেন মহিলা, যুবকের হিংস্রতায় গা শিউরে উঠবে…

Ashique Insan | Edited By: সায়নী জোয়ারদার

Nov 27, 2023 | 12:20 AM

Acid Attack: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আক্রান্ত মহিলা ও অভিযুক্ত দু'জনেই বিবাহিত। মহিলা পরিচারিকার কাজ করেন। আর অভিযুক্ত যুবকের চায়ের দোকান আছে। কয়েক বছর ধরে তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।

Acid Attack: পরকীয়া সম্পর্কে ইতি টানতে চেয়েছিলেন মহিলা, যুবকের হিংস্রতায় গা শিউরে উঠবে...
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কোন্নগর: দু’জনেই বিবাহিত। নিজের নিজের সংসার রয়েছে। কিন্তু, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন মহিলা। কিন্তু, তা মানতে পারেননি যুবক। মহিলার উপর অ্যাসিড হামলা চালাল। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলির কোন্নগরের ঘটনা।

কোন্নগরের নবগ্রাম এলাকায় শনিবার রাতে ওই মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয়। অ্যাসিড হামলায় আক্রান্ত হন মহিলা। তাঁকে স্থানীয় কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আক্রান্ত মহিলা ও অভিযুক্ত দু’জনেই বিবাহিত। মহিলা পরিচারিকার কাজ করেন। আর অভিযুক্ত যুবকের চায়ের দোকান আছে। কয়েক বছর ধরে তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। গত কয়েকদিন ধরে মহিলা যুবকের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এড়িয়ে চলতে শুরু করেন। সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে চাইছিলেন। শনিবার রাতে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন মহিলা। সেই সময় তাঁর পিছু নেয় অভিযুক্ত যুবক। কোন্নগর সি ব্লক এলাকায় মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে সে। মহিলার চিৎকারে এলাকার মানুষ বেরিয়ে আসেন।

খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ আক্রান্ত মহিলাকে উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। অভিযুক্তকে গ্রেফতার করে কানাইপুর ফাঁড়ির পুলিশ। রবিবার অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে, হাইড্রোক্লোরিক জাতীয় অ্যাসিড ছোড়া হয়েছে। মহিলার মুখ ও ঘাড়ে লেগেছে। আপাতত বিপন্মুক্ত তিনি।

Next Article