Ration dealer: রেশন দ্রব্য বন্টনে সরকার জালিয়াতি করছে এই বিতর্কে পথে প্রায় ৩৫০ ডিলার

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 01, 2021 | 5:48 PM

Arambag: একই সঙ্গে ডিলারদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

Ration dealer: রেশন দ্রব্য বন্টনে সরকার জালিয়াতি করছে এই বিতর্কে পথে প্রায় ৩৫০ ডিলার
আরামবাগে রেশন ডিলারদের বিক্ষোভ

Follow Us

আরামবাগ: জেলায়-জেলায় অব্যাহত রেশন (Ration) নিয়ে বিতর্ক। মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রোজেক্ট ‘দুয়ারে রেশন’ কোথাও গিয়ে যেন বাধা প্রাপ্ত হচ্ছে। এবার ফের একবার রেশন ডিলারদের বিক্ষোভ। তাদের অভিযোগ রেশন দ্রব্য বণ্টনে সরকার ডিলারদের সঙ্গে চরম জালিয়াতি করছে। আর সেই জালিয়াতির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখিয়ে রেশন বন্ধ করার হুমকি দিলেন তাঁরা।

এক রেশন ডিলার বলেন, “এই রকম চলতে থাকলে আমরা রেশন দোকান বন্ধ রাখব। কারণ রেশন দোকান বন্ধ না রখলে ডিলারদের আর কোনও উপায় নেই। আগের মাসের গমের মেমো এখনও পাইনি গমও পাইনি। আজ মাসের এক তারিখ। সরকারি নিয়ম যে প্রতি মাসের জিনিস প্রতি মাসেই দিতে হবে। পাশাপাশি সেই জিনিস নিদৃর্ষ্ট মাসেই দিয়ে দিতে হবে।আমরা এখনও সেই জিনিস পাইনি। যার কারণে বিতরণও করতে পারিনি।”

পাশাপাশি ডিলাররা পরিষ্কারভাবে জানিয়ে দেয় যতদিন না পর্যন্ত যাবতীয় পরিকাঠামো ঠিক হয় তত দিন পর্যন্তই তারা রেশনের মালপত্র আর দেবেন না। রেশন দোকান পুরোপুরি বন্ধ রেখে দেবেন। একই সঙ্গে সরাকারকে তারা জালিয়াত বলেও কটাক্ষ করে।

আজ দুপুরে আরামবাগ মহকুমার ছয়টি ব্লকের প্রায় শ’ চারেক ডিলার একসঙ্গে বসে বিক্ষোভ দেখান। তাদের পরিষ্কার হুমকি দিয়ে জানান,তারা আর রেশন দেবেন না। এই ভাবে প্রকল্প চালাতে গেলে তাদের জন রোষের শিকার হতে হবে। সেই নিরাপত্তা কে দেবে? তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন। একই সঙ্গে ওই রেশন ডিলারদের বক্তব্য, এই পরিকাঠামোতে দুয়ারে রেশন দেওয়া সম্ভব নয়। তাঁদের দাবি,সরকারি নির্দেশে যে ভাবে রেশনের দ্রব্য দেওয়া হচ্ছে তাতে জনগণকে কোনও ভাবেই রেশন দেওয়াই যাবে না। কারণ সরকারি খাতায় ও মেশিনে দেখানো হচ্ছে একশো শতাংশ দ্রব্য দেওয়া হচ্ছে, অথচ তারা পাচ্ছেন চুরানব্বই শতাংশ।

পাশাপাশি আধার কার্ডের আপ ডেট সমস্যা,আঙুলে ছাপের নানা সমস্যা। এইরকম হাজারও সমস্যায় দুয়ারে রেশন সম্ভব নয় বলে তারা জানান। তাঁদের পরিষ্কার দাবি, যে যাবতীয় পরিকাঠামো না হলে তারা আর রেশনই দেবেন না। এমনই হুমকি দিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান তারা আরামবাগ মহাকুমা খাদ্য নিয়ামক অফিসের সামনে।

আরও এক রেশন ডিলার বলেন, “আরামবাগে তিনশ কুড়ি জন ডিলার রয়েছে। সেই ডিলারদের অবস্থা খুবই খারাপ। সরকার এক মাল দিচ্ছে। মেশিনে দেখাচ্ছে কম। আমরা কোথা থেকে পাব এত সামগ্রী?জনগণ কি বুঝবে। তাঁরা আমাদের দোষী ভাববে। ”

আরও পড়ুন: Mamata in Mumbai: ছুৎমার্গ নেই কংগ্রেসে, মমতাকে পাশে নিয়ে বার্তা পাওয়ারের

Next Article