ED: সাতসকালে ED-র ‘ভুলে’ মাসুল গুনছেন ক্যানসার আক্রান্ত লজেন্স ব্যবসায়ী সন্দীপ

Ashique Insan | Edited By: সায়নী জোয়ারদার

Feb 06, 2024 | 1:04 PM

ED: কিছুক্ষণ তর্কাতর্কি করার পর যে তথ্য সামনে এল, তা মারাত্মক। জানা গেল, ইডির অন্য এক বাড়িতে যাওয়ার কথা। নাম বিভ্রাটে ভুল করে এ বাড়ি চলে এসেছেন। ইডি বেরোতেই ক্ষোভে ফুঁসে উঠল পরিবার। সন্দীপবাবুর ছেলে শুভদীপ জানান, সকালে ইডি বাড়িতে এসেছিল। তাদের কাগজে যে নাম ছিল, তার সঙ্গে এ বাড়ির কারও কোনও নামের বানানের মিল নেই।

ED: সাতসকালে ED-র ‘ভুলে’ মাসুল গুনছেন ক্যানসার আক্রান্ত লজেন্স ব্যবসায়ী সন্দীপ
ইডির আধিকারিকদের সঙ্গে দাঁড়িয়ে সন্দীপবাবুর ছেলে শুভদীপ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: চুঁচুড়ার ময়নাডাঙার ব্যবসায়ী সন্দীপকুমার সাধুখাঁর লজেন্সের ব্যবসা। পোলবা থানা এলাকার মহেশপুরে রয়েছে তাঁর কারখানা। সেখানে কয়েকজন শ্রমিক কাজও করেন। সন্দীপবাবু ক্যান্সারের রোগী। কলকাতায় চিকিৎসা চলছে তাঁর। মঙ্গলবার সাতসকালে হঠাৎই তাঁর বাড়ির সামনে গাড়ির লাইন। পাড়া প্রতিবেশির উঁকিঝুঁকি শুরু। ওদিকে গাড়ি থেকে তখন কেন্দ্রীয় বাহিনী নামছে। কয়েকজন এমনি পোশাক পরা লোকও। গেট খুলে সাধুখাঁ বাড়িতে ঢুকে পড়েন তাঁরা। বলেন, ইডির লোক। অভিযান চলবে বাড়িতে। এমন কথায় বাড়ির লোকজন তো হতবাক! তাঁরা তো কিছুতেই ইডিকে ঢুকতে দেবে না, ইডিও ঢুকবেই।

কিছুক্ষণ তর্কাতর্কি করার পর যে তথ্য সামনে এল, তা মারাত্মক। জানা গেল, ইডির অন্য এক বাড়িতে যাওয়ার কথা। নাম বিভ্রাটে ভুল করে এ বাড়ি চলে এসেছেন। ইডি বেরোতেই ক্ষোভে ফুঁসে উঠল পরিবার। সন্দীপবাবুর ছেলে শুভদীপ জানান, সকালে ইডি বাড়িতে এসেছিল। তাদের কাগজে যে নাম ছিল, তার সঙ্গে এ বাড়ির কারও কোনও নামের বানানের মিল নেই।

শুভদীপের কথায়, “আমার বাবার ক্যান্সারের চিকিৎসা চলছে। আমাদের খুবই হেনস্থা হতে হয়েছে। এতে আমাদের সম্মানহানি হল। পাড়ার মধ্যে এভাবে কনভয় ঢুকল। আইডি প্রুফ এনে দেখাতে ওনারা ভুল বুঝতে পারেন। তবে আমার অনুরোধ এভাবে সাধারণ মানুষের মানসম্মান নিয়ে ছিনিমিনি খেলা ঠিক নয়। ইডির মতো একটা সংস্থা কীভাবে এমন ভুল করল সেটাই বুঝলাম না।”

শুভদীপের মারাত্মক অভিযোগ, যখন ইডির তরফে ওয়ারেন্টে সই করার জন্য বলা হয়, তাঁকে সেই কপি পড়তেও দেওয়া হচ্ছিল না। জোর করার চেষ্টা করা হয়। তিনি বলছেন, ইডি যা করল সেটা সৎ ভদ্র মানুষকে হেনস্থা করা ছাড়া আর কিছুই নয়।

Next Article