Kalyan Banerjee: কল্যাণের বাড়ির সামনে ‘হায় হায়’ স্লোগান তুললেন মহিলারা! হঠাৎ কী হল

Ashique Insan | Edited By: Soumya Saha

May 18, 2024 | 8:18 PM

Kalyan Banerjee: সোমবার ভোট রয়েছে শ্রীরামপুরে। আজ ছিল শেষ বেলার প্রচার। প্রচার পর্ব শেষ করে ওই আবাসনে নিজের ফ্ল্যাটে বসে বিশ্রাম নিচ্ছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা এবারের ঘাসফুল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময়েই আবাসনের বাইরে এই বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা।

Kalyan Banerjee: কল্যাণের বাড়ির সামনে হায় হায় স্লোগান তুললেন মহিলারা! হঠাৎ কী হল
কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

শ্রীরামপুর: শনিবার বিকেলে আচমকা শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের আবাসনের সামনে বিক্ষোভ মহিলাদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘হায় হায়’ স্লোগান তুলে প্রতিবাদে সামিল একদল মহিলা। আগামী সোমবার ভোট রয়েছে শ্রীরামপুরে। আজ ছিল শেষ বেলার প্রচার। প্রচার পর্ব শেষ করে ওই আবাসনে নিজের ফ্ল্যাটে বসে বিশ্রাম নিচ্ছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা এবারের ঘাসফুল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময়েই আবাসনের বাইরে এই বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা।

কিন্তু কী কারণে এই বিক্ষোভ? খোঁজখবর নিতে গিয়ে জানা গেলে মহিলাদের অভিযোগ, মহিলাদের সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলছেন তিনি। সেই কারণেই তাঁরা এই বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারী এক মহিলা বলেন, ‘তিনি মহিলাদের সম্পর্কে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছেন। তাঁকে কে এই অধিকার দিয়েছে? মহিলাদের সম্পর্কে তিনি যে মন্তব্যগুলি করছেন, সেটা বন্ধ করা হোক।’ বিক্ষোভরত মহিলাদের দাবি, তৃণমূল প্রার্থী যেন মহিলাদের কাছে ক্ষমা চান তাঁর মন্তব্যের জন্য। তাঁরা কোনও রাজনৈতিক দলের হয়ে বিক্ষোভ দেখাতে আসেননি বলেও দাবি মহিলাদের।

এদিকে এই বিক্ষোভের বিষয়ে পরে যোগাযোগ করা হয়েছিল শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি অবশ্য এই ঘটনায় বাম-বিজেপি আঁতাতের অভিযোগ উস্কে দিয়েছেন। কল্য়াণের বক্তব্য, ‘আমার মনে হয়, বিজেপি ও সিপিএম মিলে আমার উপর যে কোনও মুহূর্তে হামলা করতে পারে। সেলিমের সঙ্গে বিজেপির অসম্ভব ভাল সেট। সেলিম এখানে আসার পর থেকে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। ওঁর সঙ্গে কবীরশংকর বোসেরও কথা হয়েছে। ওঁরা মিলিতভাবে আমার উপর আক্রমণ করতে পারে।’

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল বিজেপি প্রার্থী কবীরশংকর বোসের সঙ্গেও। তিনি আবার পাল্টা বামেদের সঙ্গে সিপিএমের আঁতাতের অভিযোগ উস্কে দিয়েছেন। তাঁর কথায়, ‘ইন্ডিয়া জোটে কে আছে। তৃণমূল ও সিপিএম। বিজেপিকে ওঁরা ভয় পেয়ে গিয়েছে।’

Next Article