Dengue in West Bengal: ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও কন্যা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 05, 2022 | 2:09 PM

Aparupa Poddar: শনিবার ডেঙ্গি সংক্রমণের প্রতিবাদে শ্রীরামপুর পুরসভার সামনে মশারি টাঙিয়ে বসে পড়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি সমর্থকরা।

Dengue in West Bengal: ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও কন্যা

Follow Us

শ্রীরামপুর: প্রশাসনের তরফে সচেতনতার প্রচার চলা সত্ত্বেও রাশ টানা যাচ্ছে না ডেঙ্গি সংক্রমণে। শুক্রবারই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের। আর এবার আক্রান্ত হলেন সাংসদের স্বামী ও সন্তান। হাসপাতালে চিকিৎসাধীন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের পরিবারের সদস্যরা। তবে সাংসদের দাবি, সংক্রমণ হুগলিতে এসে হয়েছে, নাকি হায়দরাবাদেই সংক্রামিত হয়েছেন, তা জানা নেই তাঁদের।

আরামবাগ সাংসদের স্বামী সাকির আলি রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর। শ্রীরামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। সঙ্গে রয়েছে তাদের দু বছরের সন্তান। তবে সাংসদ নিজে আক্রান্ত হননি। তিনি জানান, সদ্য হায়দরাবাদ থেকে ফিরেছেন তাঁরা। তাই কোথায় সংক্রমণ ঘটেছে, তা বুঝতে পারছেন না তিনি। সাংসদ জানান, তিনি নিজেও ডেঙ্গি পরীক্ষা করেছেন, তবে রিপোর্ট পজিটিভ হয়নি। পরে আবার পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন তিনি।

রাজ্যের সর্বত্রই লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। শনিবার সকালে মশারি টাঙিয়ে শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। এই মুহূর্তে হুগলি জেলার ডেঙ্গি পরিস্থিতি কার্যত ভয়াবহ। শ্রীরামপুর উত্তরপাড়া এবং রিষড়া পুরসভা অঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। প্রতিদিনই নতুন করে আক্রান্তের খবর সানমনে আসছে। তাই এদিন প্রতিবাদে নেমেছে বিজেপি। শ্রীরামপুর পুরসভার সামনে মশারি টাঙিয়ে বসে পড়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি সমর্থকরা। গত সপ্তাহে শ্রীরামপুরে দুজনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। পুর প্রশাসন ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ বলে অভিযোগ বিজেপির।

গোটা রাজ্যের ডেঙ্গি সংক্রমণের ছবি নিয়ে উদ্বেগ বাড়ছে। শুক্রবার বেলেঘাটা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের মৃত্যু হওয়ার পর মেয়র ফিরহাদ হাকিম জানান, মানুষ সচেতন হলে তবেই ডেঙ্গি সংক্রমণ রোধ করা সম্ভব। সেই সঙ্গে তিনি এও দাবি করেন, জেলায় জেলায় পরিষ্কার জল পৌঁছে দেওয়া হচ্ছে বলেই ক্রমশ বাড়ছে ডেঙ্গি, কারণ ডেঙ্গির মশা পরিষ্কার জলেই জন্মায়।

Next Article