চুঁচুড়া : তৃণমূল বিধায়ককে বিজেপিতে নেওয়া চলবে না। চুঁচুড়ার তৃণমূল বিধায়কের নামে এমনই সব পোস্টার পড়ল হুগলিতে। তৃণমূল বিধায়কের পাল্টা দাবি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নাকি তৃণমূলে যোগ দেবেন, এমন খবরও তাঁর কাছে আছে। এই নিয়েই তরজা তুঙ্গে চুঁচুড়ায়।
বিজেপিতে তৃণমুল বিধায়ককে নেওয়া যাবে না, এই মর্মে পোস্টার পড়েছে হুগলি স্টেশন ও বিজেপি হুগলি জেলা কার্যালয়ের গেটে। শনিবার সকাল থেকেই সে সব পোস্টার দেখা যাচ্ছে এলাকা জুড়ে। সেই পোস্টারে লেখা, ‘হুঁশিয়ার! অত্যাচারী, অহঙ্কারী চুঁচুড়া তৃণমূল এমএলএ-কে বিজেপিতে নেওয়া চলবে না। আমরা বিজেপির সৈনিক।’
তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, বিজেপির কিছু ‘মদ্যপ’ এই কাজ করতে পারে। তাঁর আরও দাবি, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দেবেন বলে খবর আছে তাঁর কাছে। বিধায়ক জানান, তাঁর বিজেপিতে যাওয়ার কোনও প্রশ্নই নেই। আসলে এই ধরনের পোস্টার দিয়ে জল ঘোলা করতে চাইছে কেউ। তিনি বলেন, ‘আমার বিজেপিতে যাওয়ার খবর, এরা কোথা থেকে পেল? আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে আমি বিজেপিতে যাব।’
অন্যদিকে, বিজেপির দাবি, এই পোস্টারের সঙ্গে জেলা নেতৃত্বের কোনও সম্পর্ক নেই। জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, ‘কারা এই পোস্টার দিয়েছে জানি না। এই পোস্টারের বিষয়ে আমার কিছু জানা নেই। কাকে নেওয়া যাবে, কাকে নেবে না সেটা দলের উচ্চ নেতৃত্ব ঠিক করবে। আমাদের দলের কিছু গাইডলাইন আছে। আমরা সেটা মেনেই কাজ করি। অসিত মজুমদারকে দল নেবে না নেবে না, সেটা সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব।’ সবটাই দলের প্রোটোকল অনুযায়ী চলবে বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে বিজেপি নেতার দাবি, অসিত মজুমদার যে অত্যাচারী আর অহঙ্কারী, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।