AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arambag: ঘোর সঙ্কট, মন্দিরের চাতালেই ফোঁটা ফোঁটা রক্ত! পুজো দিতে গিয়ে টের পান মহিলারা… গ্রাম জুড়ে আতঙ্ক

Arambag: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কয়েকদিন ধরে গ্রামের যেখানে সেখানে, মন্দির, রাস্তায় রক্তের দাগ। কিন্তু কেউই বলতে পারছেন না, কী এমন জন্তু গ্রামে এসে ঘোরাঘুরি করছে। রক্তের দাগ দেখে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Arambag: ঘোর সঙ্কট, মন্দিরের চাতালেই ফোঁটা ফোঁটা রক্ত! পুজো দিতে গিয়ে টের পান মহিলারা... গ্রাম জুড়ে আতঙ্ক
মন্দিরে রক্তের ফোঁটা!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 02, 2024 | 1:11 PM
Share

হুগলি: গ্রামের মেঠো পথে কখনও দেখা গিয়েছে, কখনও আবার বাড়ির চাতালে। এমনকি গ্রামের মন্দিরের চাতালেও মিলছিল রক্তের ফোঁটা ফোঁটা দাগ। মাটিতে পায়ের ছাপও দগদগে। গ্রাম জুড়ে আতঙ্ক। সকলের মুখেই কানাঘুষো। কেউ বলছে বাঘ বেরিয়েছে, কেউবা বলছে সিংহী। আতঙ্কিত আরামবাগের তিরোল এলাকা। অজানা জন্তুর সিসিটিভি ফুটেজ মিলেছে। বনদফতর খাঁচা পেতেছে। চলছে মাইকিং।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কয়েকদিন ধরে গ্রামের যেখানে সেখানে, মন্দির, রাস্তায় রক্তের দাগ। কিন্তু কেউই বলতে পারছেন না, কী এমন জন্তু গ্রামে এসে ঘোরাঘুরি করছে। রক্তের দাগ দেখে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত তাকে চোখের দেখা মেলেনি। তবে মিলেছে সিসিটিভি ফুটেজ। তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না।

যদিও আরামবাগ বন দফতরের আধিকারিক আসরাফুল ইসলাম ও অন্যান্য বনকর্মীরা এলাকায় মাইকিংয়ে প্রচার করেছেন। সতর্ক করেছেন। কেউ যদি কিছু দেখে থাকেন তাহলে তৎক্ষনাৎই বন দফতরে জানাতে। দু’দিন ধরে এলাকায় মাইক প্রচার করা হয়েছে। এমনকি অজানা এই হিংস্র জন্তুটিকে ফাঁদে ফেলতে খাঁচাও পাতা হয়। কিন্তু এখনও পর্যন্ত কোন জন্তু ধরা পড়েনি।

গ্রামের মানুষজন জানিয়েছেন, ভয়ে কেউই কোন কাজ কর‍তে পারছেন না। বেশ কয়েকটি কুকুরও উধাও। মন্দিরের পাশ দিয়েই সে হাঁটা চলা করছে। যাতায়াত করছে। আর কিছু প্রাণী ধরছে। যদিও এখনও পর্যন্ত কোন মানুষ আক্রান্ত হননি। বন দফতর থেকে ব্যবস্থা নেওয়া হলেও আতঙ্ক কাটেনি এলাকায়।