Arambag: এ কী অবস্থা! নড়ছে সেতু, কংক্রিটের ভেতর থেকে রড বেরিয়ে গিয়েছে…
Arambag: দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার সঙ্গে হুগলি ও বর্ধমানের যোগাযোগকারী একমাত্র আরামবাগের দ্বারকেশ্বর নদের ওপর রামকৃষ্ণ সেতু। সেতুটির সামনে দুর্বল বোর্ড সাঁটিয়ে দেওয়া হয়েছে।

আরামবাগ: নড়ছে সেতু, কংক্রিটের ভেতর থেকে রড বেরিয়ে গিয়েছে।পিচের আস্তরনও উঠে গিয়েছে । সেতু দিয়ে চলছে ওভারলোডের ট্রাক। সেতু দুলছে আরামবাগে।
দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার সঙ্গে হুগলি ও বর্ধমানের যোগাযোগকারী একমাত্র আরামবাগের দ্বারকেশ্বর নদের ওপর রামকৃষ্ণ সেতু। সেতুটির সামনে দুর্বল বোর্ড সাঁটিয়ে দেওয়া হয়েছে। অথচ ওভারলোডেড ট্রাক চলছে এই রামকৃষ্ণ সেতুর উপর দিয়েই বলে দাবি। বিভিন্ন রূপের কয়েক হাজার সরকারি ও বেসরকারি যাত্রীবাহী বাস এই সেতুর উপর দিয়েই যাতায়াত করে।
ব্রিজের উপর কংক্রিটের ভিতর থেকে লোহার রড বেরিয়ে গিয়েছে, ব্রিজের সাইডেও রড বেরিয়ে মরচে ধরে গিয়েছে। ব্রিজের উপর পিচের আস্তরন উঠে গিয়ে এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে। নিত্যদিন যানজট লেগেই থাকে। ওভারলোডেড মালবাহী গাড়ি চলছে এই রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে। আরামবাগ শহরের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে দ্বারকেশ্বর নদ। অথচ একমাত্র এই সেতুটিই ভরসা দক্ষিণবঙ্গের আরামবাগের সঙ্গে পশ্চিমের জেলাগুলির। পথ চলতি মানুষ জন ও ভয়ে ভয়ে থাকে গুজরাটের সেতুর মত বিপর্যয় হবে নাতো।

