Arambagh: ফসলের ক্ষতিপূরণের টাকাও আত্মসাৎ! সমবায় সমিতিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ
Arambagh: সমবায় সমিতির নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের সঙ্গে এনিয়ে ধস্তাধস্তিও চলে বিজেপি কর্মীদের। যদিও অভিযুক্ত সমবায় সমিতির সভাপতি এদিন ছিলেন না। বিজেপির দাবি, চিংড়া পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতা তথা ওই সমবায় সমিতির ম্যানেজার দীর্ঘদিন ধরে কৃষকদের প্রাপ্য টাকা নয়ছয় করছে।

আরামবাগ: সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে বিজেপির ডেপুটেশনকে ঘিরে চরম উত্তেজনা খানাকুলের চিংড়াতে। পুলিশের সাথে চলল বিজেপি কর্মীদের ধস্তাধস্তি।ডেপুটেশন দিতে চাষিরা যাতে না বেরোতে পারে, তারজন্য বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ।
খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুলের চিংড়া সমবায় সমিতিতে দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সমবায় সমিতির ম্যানেজার তথা স্থানীয় তৃণমূল নেতা প্রভুনাথ পোড়েলের বিরুদ্ধে সমবায় সমিতির টাকা নয়ছয়ের অভিযোগ তুলে অবিলম্বে তাঁকে সমবায় থেকে বের করার জন্য উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মীরা।
সমবায় সমিতির নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের সঙ্গে এনিয়ে ধস্তাধস্তিও চলে বিজেপি কর্মীদের। যদিও অভিযুক্ত সমবায় সমিতির সভাপতি এদিন ছিলেন না। বিজেপির দাবি, চিংড়া পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতা তথা ওই সমবায় সমিতির ম্যানেজার দীর্ঘদিন ধরে কৃষকদের প্রাপ্য টাকা নয়ছয় করছে। এলাকার মানুষ যাতে করে মুখ না খুলতে পারে তার জন্য পুলিশের সাহায্য নিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে।
এই টাকার ভাগ তৃণমূলের ব্লক স্তরের নেতা থেকে আরামবাগ তৃণমূলের জেলা সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় ও রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার কাছেও পাঠানো হচ্ছে বলে দাবি করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক।
খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, “দু’বছর আগে সমবায় সমিতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আগে যিনি সমবায় সমিতির ম্যানেজার ছিলেন, সমবায় সমিতির সব টাকা লুঠ করে নিয়েছেন। ফসলের ক্ষতিপূরণের টাকা অ্যাকাউন্টে ঢুকেছিল, সেই টাকাও লুঠ হয়ে যায়।”
যদিও এদিন অভিযুক্ত তৃণমূল নেতা তথা সমবায় সমিতির ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে সমবায় সমিতির কেউই এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

