পান্ডুয়া: তাঁর ব্যাগ থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। যা দেখে থ হয়ে গিয়েছেন এসটিএফ ও পুলিশ অফিসাররা। কিন্তু, কলকাতার আনন্দপুর থেকে ধৃত আজিজ মোল্লা এর আগেও অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছেন। বলছেন তাঁর স্ত্রী-ই।
গতকাল গোপন সূত্রে খবর পেয়ে আনন্দপুরে অভিযান চালায় এসটিএফ ও পুলিশ। আজিজ মোল্লার ব্যাগে তল্লাশি চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। ধৃত আজিজ হুগলির পান্ডুয়ার কাজি মহল্লার বাসিন্দা। সেখানে তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে।
বছর ছত্তিশের আজিজের সঙ্গে ময়না মাঝি বলে এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। আজিজের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়ার পর তাঁর স্ত্রী বুলিনা বিবি জানান, শনিবার পান্ডুয়াতেই ছিলেন আজিজ। তারপর কাজে যাচ্ছি বলে বেরিয়ে পড়েন। তারপর থেকে তাঁর সঙ্গে ফোনে আর যোগাযোগ করা যায়নি।
আজিজের স্ত্রী বলেন, লোহার কাজ করেন বলে তাঁদের জানিয়েছিলেন আজিজ। বুলিনা বিবির কথায়, “আমি পরিচারিকার কাজ করে ছেলে মানুষ করছি। আজিজ কোনও টাকা পয়সা দেয় না। গত চার পাঁচ বছর ধরে অন্য মহিলার সঙ্গে থাকে। মাঝে মধ্যে পান্ডুয়ায় আসে।”
তাঁর স্বামীকে এসটিএফ যে গ্রেফতার করেছে, সে বিষয়ে কিছু জানা নেই বলে জানান আজিজের স্ত্রী। তিনি জানান,আগেও অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিলেন তাঁর স্বামী। এদিকে, কলকাতা পুলিশ ও এসটিএফ জানার চেষ্টা করছে, এতগুলি অস্ত্র কোথায় পেলেন আজিজ। কোথায় নিয়ে যাচ্ছিলেন অস্ত্রগুলি, তাও জানার চেষ্টা করছে। ধৃত ২ জনকে সোমবার আদালতে তোলা হবে।