Arambagh: মোদীর ছবি রাখতে গিয়ে মমতা-অভিষেকের পোস্টার ছেঁড়ার অভিযোগ, তপ্ত আরামবাগ

Tanmoy Bairagi | Edited By: জয়দীপ দাস

Feb 28, 2024 | 3:01 PM

Arambagh: অভিযোগ সামনে আসতেই উত্তেজনা তৈরি হয় এলাকায়। তপ্ত হয়ে ওঠে আরামবাগ শহরের পল্লীশ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Arambagh: মোদীর ছবি রাখতে গিয়ে মমতা-অভিষেকের পোস্টার ছেঁড়ার অভিযোগ, তপ্ত আরামবাগ
উত্তেজনা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

আরামবাগ: খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে এবার লোকসভা নির্বাচনের আগে দলের পালে হাওয়া তুলতে চাইছে বঙ্গ বিজেপি। শুক্রবার আরামবাগ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতে রাজভবনে থেকে পরের দিন কৃষ্ণনগরে যাওয়ার কথা রয়েছে তাঁর। এদিকে মোদীর আগমণকে কেন্দ্র করে এখন থেকেই সাজসাজ রব আরামবাগে বিজেপির অন্দরে। গোটা এলাকাকে বিজেপির পতাকায়, ফেস্টুনে মুড়ে ফেলা হচ্ছে। তারমধ্যে তৃণমূলের পতাকা,ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যা নিয়ে জোর শোরগোল এলাকার রাজনৈতিক মহলে।

অভিযোগ সামনে আসতেই উত্তেজনা তৈরি হয় এলাকায়। তপ্ত হয়ে ওঠে আরামবাগ শহরের পল্লীশ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ছুটে আসেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী। তৃণমূল বিজেপির দিকে আঙুল তুললেও বিজেপির পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। উল্টে তৃণমূল দলটাই অসভ্যের বলে কটাক্ষ করেছেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। 

যদিও পাল্টা পদ্ম শিবিরের বিরুদ্ধে তোপ দেগেছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী। বলছেন, বিজেপির ছেলেরা আমাদের ফেস্টুন, কাটআউট সব ফেলে দিচ্ছে। মোদী আসছে বলে মমতা-অভিষেকের কাটআউট ফেলে দেওয়া হচ্ছে। যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে আমাদের ছেলেদের সঙ্গে ওদের ছেলেদের তুমুল সংঘর্ষ হতে পারত। প্রশাসনকে বলেছি। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। আমাদের ছেলেদের সামাল দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে বিজেপিকে জনগণ যোগ্য জবাব দেবে। অন্যদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলছেন, মমতা যখন এখানে এসেছিলেন তখন আমরা সভ্যতা দেখিয়েছিলাম। আমরা কোনও পতাকা লাগায়নি। কিন্তু, ওদের পতাকা দেখবেন এখনও ঝুলছে। আসলে অসভ্যের দল এটা। 

Next Article