চুঁচুড়া: প্রচারে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। শীতলা পুজো উপলক্ষ্যে ঢাক বাজালেন লকেট। শুধু তাই নয়, ওলাইচন্ডীতলায় পুজো দিলেন। টোটোয় করে প্রচার করলেন চুঁচুড়ার তিন নম্বর ওয়ার্ড এলাকায়।
হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় শনিবার চুঁচুড়ার ২৮ নম্বর ওয়ার্ড এলাকায় শীতলা পুজোয় ঢাক বাজান। সেখান থেকে পাঁচ নম্বর ওয়ার্ডে ওলাইচণ্ডী মন্দিরে পুজো দেন। বাৎসরিক ওলাইচন্ডী মাতার পুজো হয় এই সময়। তার আগে তিন নম্বর ওয়ার্ড ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকায় ভোট প্রচার করেন। কখনো পায়ে হেঁটে, কখনো টোটোয় চেপে জনসংযোগ করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপরূপা পোদ্দার ভোটে না দাঁড়ানো প্রসঙ্গে লকেট বলেন, “এটা ওদের দলের ব্যক্তিগত ব্যাপার। দলটা গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর। ভাল লোককে কাজ করতে দিচ্ছে না।” এরপর দেবের ডেবরার সভার বক্তব্য প্রসঙ্গে বলেন, “প্রত্যেকের মুখে মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বদ্বের কথা শোনা যাচ্ছে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে বিজেপির লাভ হবে।”
প্রথম দফার ভোটে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকা প্রসঙ্গে বলেন, “বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে তার জন্য অনুরোধ করব। প্রয়োজনে নির্বাচন কমিশনকে আমরা জানাব।”