Konnagar Municipality: CBI-এর নাম করে কে দিল চিঠি? হইচই পুরসভায়

Konnagar Municipality: সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের স্ট্যাম্প লাগানো এই চিঠি নিয়েই শুরু হয়েছে শোরগোল। চিঠিটি ফরওয়ার্ড করা হয়েছে উত্তরপাড়া থানাকেও। থানার আইসি জানিয়েছেন, এমন কোনও চিঠি থানায় আসেনি। তাই ধন্দ বেড়েছে।

Konnagar Municipality: CBI-এর নাম করে কে দিল চিঠি? হইচই পুরসভায়
কোন্নগর পুরসভাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2024 | 11:28 PM

কোন্নগর: সিবিআই চিঠি পাঠিয়েছে কোন্নগর পুরসভাকে। চিঠির সত্যতা নিয়ে ধন্দে রয়েছেন খোদ পুরপ্রধান। পুর প্রধান স্বপন দাস জানিয়েছেন, গত ১৭ তারিখ ডাক মাধ্যমে একটি চিঠি আসে কোন্নগর পুরসভায়। যে চিঠি পাঠিয়েছে সিবিআই। সেখানে উল্লেখ রয়েছে সুভাষচন্দ্র ভাদুড়ি ওরফে বাপ্পা ও তাঁর দলবল নির্মাণ সামগ্রী নিয়ে সিন্ডিকেট রাজ চালাচ্ছে। এরপরই পুরসভা তদন্ত করে দেখে পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের স্ট্যাম্প লাগানো এই চিঠি নিয়েই শুরু হয়েছে শোরগোল। চিঠিটি ফরওয়ার্ড করা হয়েছে উত্তরপাড়া থানাকেও। থানার আইসি জানিয়েছেন, এমন কোনও চিঠি থানায় আসেনি। তাই ধন্দ বেড়েছে।

পুরপ্রধান বলেন, “পুরসভার কাছে ১৭ তারিখ এই চিঠি এসে পৌঁছেছে। ১০ তারিখ চিঠি লেখা হয়েছে দিল্লির সিবিআই-এর সদর দফতর থেকে। সিবিআই এই চিঠিতে ১৫ দিনের মধ্যে উওর চাওয়া হয়েছে।” পুরপ্রধান এও বলেছেন, “যদি এই চিঠি সত্যি হয় তাহলেও পুরসভার এক্তিয়ার নেই এই ধরনের বিষয়ের তদন্ত করা। কারণ পুরসভার কাজ হল রাস্তা ঘাট জল নিকাশি দেখা। চিঠিতে যে ফোন নম্বর দেওয়া আছে তাতে ফোন করলে কেউ ফোন তোলেনি। চিঠি সত্যতা জানতে সিবিআই অফিসে চিঠি দেওয়া হবে।”