Chinsurah: মন্দির থেকে চুরি করছিল, এলাকাবাসী হাতেনাতে ধরতেই কী করল জানেন চোর?

Chinsura: চুঁচুড়া পুরসভার পাঠক বাগান এলাকার ঘটনা। জানা গিয়েছে, রবিবার দুপুরে ওই যুবর এলাকার একটি মন্দিরে চুরির উদ্দেশে ঢোকে। অভিযোগ, মন্দির থেকে একটি গ্যাসের ওভেনসহ বাসন নিয়ে পালাতে চায়। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে।

Chinsurah: মন্দির থেকে চুরি করছিল, এলাকাবাসী হাতেনাতে ধরতেই কী করল জানেন চোর?
চোরের কীর্তিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2024 | 6:12 PM

চুঁচুড়া: মন্দিরে ঢুকেছিল। ভেবেছিল চুরি করবে। সেই মতো বাসনপত্র থেকে শুরু করে গ্যাস ওভেন চুরি করেছিল। কিন্তু তৎপর ছিলেন গ্রামবাসীও। হাতেনাতে ধরে দুই চোরকে। আর ধরা পড়তেই একজন কী করল জানেন?

চুঁচুড়া পুরসভার পাঠক বাগান এলাকার ঘটনা। জানা গিয়েছে, রবিবার দুপুরে ওই যুবর এলাকার একটি মন্দিরে চুরির উদ্দেশে ঢোকে। অভিযোগ, মন্দির থেকে একটি গ্যাসের ওভেনসহ বাসন নিয়ে পালাতে চায়। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে। এক চোর পালিয়ে যায়, তবে অন্যজন ধরা পড়তেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে মাটিতে চিৎপাত হয়ে পড়তে দেখা যায়। খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। থরথর করে কাঁপতে দেখে প্রাথমিক ভাবে মনে হয়েছিল খুবই অসুস্থ যুবক। পুলিশ এসে চোরকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

পুলিশ জানিয়েছে হেরোইনের টাকা জোগাড় করতে চুরি করে এই যুবকরা। উত্তর ২৪ পরগনার নৈহাটি, হালিশহরের মতো একাধিক জায়গায় চুরির পর চুঁচুড়ায় আসে আসে। স্থানীয় বাসিন্দা বলেন, “একাধিক গৃহস্থের বাড়ি মন্দিরে চুরি করছে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।”