Dipsita Dhar: ‘কল্যাণরা IPL খেলুন, আমরা মানুষের কথা বলব’, শ্রীরামপুরে দোরে-দোরে দীপ্সিতা

Sanath Majhi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 26, 2024 | 3:36 PM

CPIM Candidate Dipsita Dhar: সম্প্রতি প্রচারে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "তিনবার বাউন্ডারি হয়ে গিয়েছে। চতুর্থবারও তিনি জিতবেন।" এর উত্তর দিতে গিয়ে আবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির বসু বলেন, "কল্যাণ বোল্ড আউট হয়ে গিয়েছেন।" যদিও, বাম প্রার্থী বললেন, "ওঁরা আইপিএল খেলুন। সেখানে বাউন্ডারি,ওভার বাউন্ডারি,ক্যাচ আউট বোল্ড আউট করুন।"

Follow Us

শ্রীরামপুর: শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবার বামেদের প্রার্থী দীপ্সিতা ধর। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিন বারের সাংসদ। দুঁদে রাজনীতিবিদ। সেখানে দীপ্সিতা তরুণ-যুব। লড়াই কি খুব কঠীন তাঁর কাছে? যদিও বাম নেত্রী জানালেন, একদমই কঠীন নয় লড়াই। কারণ তাঁরা মানুষের কথা বলেন।

সম্প্রতি প্রচারে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “তিনবার বাউন্ডারি হয়ে গিয়েছে। চতুর্থবারও তিনি জিতবেন।” এর উত্তর দিতে গিয়ে আবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু বলেন, “কল্যাণ বোল্ড আউট হয়ে গিয়েছেন।” যদিও, বাম প্রার্থী বললেন, “ওঁরা আইপিএল খেলুন। সেখানে বাউন্ডারি,ওভার বাউন্ডারি,ক্যাচ আউট বোল্ড আউট করুন। আমরা সাধরণ মানুষের কথা, খেটে খাওয়া মানুষের কথা বলব। ওনারা খেলা-মেলা করুন। আমরা সাধরণ মানুষের যন্ত্রণার কথা বলব।”

আজ টোটোয় চড়ে প্রচার সারেন দীপ্সিতা। এদিন চণ্ডীতলা জনাই এলাকায় নির্বাচনী প্রচার করেন শ্রীরামপুর লোকসভার বাম প্রার্থী দীপ্সিতা ধর। জনাইয়ের বিভিন্ন এলাকায় কখনো টোটো চেপে তো কখনো পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ও নির্বাচনী প্রচার সরেন তিনি।

 

 

শ্রীরামপুর: শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবার বামেদের প্রার্থী দীপ্সিতা ধর। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিন বারের সাংসদ। দুঁদে রাজনীতিবিদ। সেখানে দীপ্সিতা তরুণ-যুব। লড়াই কি খুব কঠীন তাঁর কাছে? যদিও বাম নেত্রী জানালেন, একদমই কঠীন নয় লড়াই। কারণ তাঁরা মানুষের কথা বলেন।

সম্প্রতি প্রচারে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “তিনবার বাউন্ডারি হয়ে গিয়েছে। চতুর্থবারও তিনি জিতবেন।” এর উত্তর দিতে গিয়ে আবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু বলেন, “কল্যাণ বোল্ড আউট হয়ে গিয়েছেন।” যদিও, বাম প্রার্থী বললেন, “ওঁরা আইপিএল খেলুন। সেখানে বাউন্ডারি,ওভার বাউন্ডারি,ক্যাচ আউট বোল্ড আউট করুন। আমরা সাধরণ মানুষের কথা, খেটে খাওয়া মানুষের কথা বলব। ওনারা খেলা-মেলা করুন। আমরা সাধরণ মানুষের যন্ত্রণার কথা বলব।”

আজ টোটোয় চড়ে প্রচার সারেন দীপ্সিতা। এদিন চণ্ডীতলা জনাই এলাকায় নির্বাচনী প্রচার করেন শ্রীরামপুর লোকসভার বাম প্রার্থী দীপ্সিতা ধর। জনাইয়ের বিভিন্ন এলাকায় কখনো টোটো চেপে তো কখনো পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ও নির্বাচনী প্রচার সরেন তিনি।

 

 

Next Article