CPIM: সাপ ধরছেন সিপিএম নেতা!
CPIM: সবাই যখন রাজনীতির আঙিনায় তখন পরাজিত আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বিষধর সাপ ধরছেন। এক দিনে মোট ৩৭ টি বিষধর সাপ ধরে তিনি বন দফতরের হাতে তুলে দিয়েছেন।

আরামবাগ: রাজনীতি ভুলে পরাজিত সিপিএম নেতা গ্রামে গঞ্জে বিষধর সাপ ধরছেন। বর্ষা বাদলে এখনও পর্যন্ত আরামবাগ মহকুমায় ৮ জনের সাপে কেটে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাস্তুতন্ত্র বাঁচাতেই তার নিজস্ব উদ্যোগ বলছেন বিপ্লব। বিপ্লবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ।
সবাই যখন রাজনীতির আঙিনায় তখন পরাজিত আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বিষধর সাপ ধরছেন। এক দিনে মোট ৩৭ টি বিষধর সাপ ধরে তিনি বন দফতরের হাতে তুলে দিয়েছেন। কেউটে, গোগড়ো, কালাচ, চন্দ্রবোড়া বাড়ির মধ্য থেকে উদ্ধার করেছেন। বর্ষা বাদলে তিনি তাঁর গ্রাম পূর্ব রাধানগর সহ আশপাশের এলাকায় ঘুরে ঘুরে বিষধর সাপ নিজেই উদ্ধার করেন। তিনি অরুন্ডা, চব্বিশপুর, বালিপুর,নাঙ্গুলপাড়া, চিলাডিঙ্গি, রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর সহ একাধিক এলাকায় ঘুরে তিনি সাপ ধরে বন দফতরের হাতে তুলে দেন।

সাপ উদ্ধার
সিপিএমের এই নেতা তথা পরাস্ত প্রার্থী বিপ্লব মৈত্র বলেন, “এটা আমি কোন ট্রেনিং নিইনি। ২০১৬ সাল থেকে সাপ ধরতে ধরতে এক অদ্ভুত ভাবেই অভ্যস্ত হয়ে গিয়েছি। পুরশুড়া ও খানাকুলের কিছু অংশে আমি এই কাজ করি বর্ষা এলেই। শুধু সাপই নয়, যে কোন বিলুপ্ত প্রজাতির প্রাণীকে ধরে বনদফতরের হাতে তুলে দিই। আর ছেড়ে দেওয়ার মত পরিস্থিতি থাকলে ছেড়েও দিই। তবে এর জন্য কোন কিছু নিই না। পুরোটাই আমার নেশা। সাধারণ মানুষের পাশে থাকা।”
গ্রামেগঞ্জে এখন অনেকের বাড়িতেই, বাথরুমে সাপ ঢুকে পড়ছে। ফোন যাচ্ছে বিপ্লবের কাছে। তিনি চলে যাচ্ছেন বিষধর সাপ ধরতে!





