Crocodile Scare: শ্রাবনী মেলায় উপচে পড়ছে ভক্তদের ঢেউ, এরইমধ্যে কুমির আতঙ্ক গঙ্গায়!
Crocodile Scare: বাঁশবেড়িয়ায় কুমিরের দেখা মিলতেই প্রশাসনের তরফ থেকে মাইক প্রচার করে মানুষকে সচেতন করা হয়েছিল। প্রশাসন সূত্রে খবর, বন দফতরের কানেও গিয়েছে কুমিরের কথা। উদ্বিগ্ন কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসও।

হুগলি: নদীতে সাঁতার কাটছে আস্ত কুমির! ভিডিয়ো ভাইরাল হতেই ব্যাপক আতঙ্ক হুগলির গঙ্গা পাড়ের বাসিন্দাদের মধ্যে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে গঙ্গায় স্নান করতেও নামতে ভয় পাচ্ছেন বহু মানুষ। পাছে কুমির ধরে। উত্তরপাড়া থেকে রিষড়া, চিন্তা বাড়ছে কুমির নিয়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন। কিছুদিন আগেই বাঁশবেড়িয়ায় গঙ্গার ঘাটে দেখা গিয়েছিল কুমির। এবার কুমিরের দেখা মিলছে হুগলির কোন্নগর থেকে উত্তরপাড়ায়। তেমনটাই দাবি এলাকার বাসিন্দাদের।
কোন্নগর ফেরিঘাটে যাত্রী পারাপার শুভাশিস ভট্টাচার্য। লঞ্চ নিয়ে পারাপার যাওয়ার সময় তিনিও দেখা পেয়েছেন কুমিরের। সাইজে নাকি প্রায় ৬ থেকে ৭ ফুট। ভিডিয়োও তোলেন মোবাইলে। কুমিরের দেখা পেয়েছেন অন্যান্য যাত্রীরাও। ব্যাপক আতঙ্কও ছড়ায়।
বাঁশবেড়িয়ায় কুমিরের দেখা মিলতেই প্রশাসনের তরফ থেকে মাইক প্রচার করে মানুষকে সচেতন করা হয়েছিল। প্রশাসন সূত্রে খবর, বন দফতরের কানেও গিয়েছে কুমিরের কথা। উদ্বিগ্ন কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসও। তিনি বলছেন, অনেকেই গঙ্গার ঘাটে স্নান করেন। সবাই যাতে সাবধানতা অবলম্বন করেন সে বিষয়ে সচেতন করা হবে। ঘাটগুলিতে মাইকিং হবে। ব্যানার দিয়ে সতর্ক করা হবে। কুমির ধরতে বন দফতরের কাছে আবেদন করব।
এরইমধ্যে আবার শ্রাবণী মেলা শুরু হয়ে যাওয়ায় উদ্বিগ্ন বন দফতরের আধিকারিক তাপস দেব। এই সময় প্রচুর ভক্ত শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকশ্বরের শিব মন্দিরের উদ্দেশ্যে যান। তাই পুণ্যার্থীদের আলাদা করে সতর্ক থাকার কথা বলছে বন দফতর। তাপস বাবু বলছেন, “জেলা প্রাশাসনকে মাইক প্রচার করতে বলা হয়েছে। কুমির এ সময় ডাঙায় আসে না। জলেই থাকে। শ্রাবনী মেলায় যারা আসবেন তাদের গঙ্গায় ঘাটে নামার সময় সতর্ক থাকতে বলা হয়েছে।”
