Dana Affects: শুধু ধান নয়, দানার প্রভাব পড়বে আলু চাষেও? শিরে সংক্রান্তি চাষিদের

Dana Affects: তথ্য বলছে, হুগলি জেলায় প্রায় ১ লক্ষ ৭১ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল এই মরসুমে। দানার প্রভাবে ধানের ক্ষতি যে হবেই তা নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চাষিরা। দানা বাংলার মাটিতে ঢুকে দুর্বল হয়ে পড়লেও সঙ্গে করে নিয়ে আসা বৃষ্টিই শুরু করেছে ধানের দফারফা।

Dana Affects: শুধু ধান নয়, দানার প্রভাব পড়বে আলু চাষেও? শিরে সংক্রান্তি চাষিদের
মাথায় হাত চাষিদের Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Oct 25, 2024 | 9:21 PM

হুগলি: ধীরে ধীরে বাংলা ছেড়ে বিদায়ের পথ ধরেছে দানা। কিন্তু বৃষ্টির বিরাম এখনই নেই। আবহাওয়া দফতর যা বলছে তাতে মাথায় হাত চাষিদের। দানার প্রভাবে হুগলি জেলা জুড়ে সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। যার জেরে বিঘার পর বিঘার জমির ধান কার্যত মাটিতে শুয়ে পড়ছে মাঠে। পাকা ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। 

তথ্য বলছে, হুগলি জেলায় প্রায় ১ লক্ষ ৭১ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল এই মরসুমে। দানার প্রভাবে ধানের ক্ষতি যে হবেই তা নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চাষিরা। দানা বাংলার মাটিতে ঢুকে দুর্বল হয়ে পড়লেও সঙ্গে করে নিয়ে আসা বৃষ্টিই শুরু করেছে ধানের দফারফা। একটানা মুষলধারায় বৃষ্টির জেরে বিঘার পর বিঘা জমির ধান বৃষ্টির ভারে মাথা নোয়াতে শুরু করেছে। যত বেলা বাড়ছে তত বৃষ্টির পরিমান বেড়েছে। তাতই কপালে চিন্তার ভাজ আরও চওড়া হয়েছে চাষিদের। সকলেই একসুর বলছেন চালের দাম বৃদ্ধি এবার আর ঠেকানো গেল না। 

এই বিপুল ক্ষতির সামাল কীভাবে দেওয়া যাবে তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না কেউ। এদিকে ধান চাষ করে যা লাভ ঘরে ওঠে তা দিয়েই আলু চাষের প্রস্তুতি শুরু করেন চাষিরা। চলে বীজ কেনা, মাঠ তৈরি কাজ। ধানের পাশাপাশি হুগলির বিস্তৃর্ণ অংশে শীতে ব্যাপক আলু চাষও হয়। কিন্তু ধানের ক্ষতি মানে পরোক্ষে প্রভাব পড়বে আলুতেও, তা আর বলার অপেক্ষা রাখে না। এমতাবস্থায়, ক্ষতিপূরণের দাবিও উঠতে শুরু করেছে একাধিক মহল থেকে।