শেওড়াফুলি: আগুনের গ্রাসে কারখানা। দাউদাউ করে জ্বলে উঠল চটের ওই কারখানাটি। গতকাল রাতে আগুন (Fire) লাগে। তারপরেই ছড়িয়ে পড়ে আগুন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
ঘটনাস্থান শেওড়াফুলির (Sheoraphuli) ছাতুগঞ্জ। রাত প্রায় ৮টা ৫০ নাগাদ আগুন লাগে সেখানে। দ্রুত সেই আগুন এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। যার কারণে পার্শ্ববর্তী কারখানাগুলিও আগুনে গ্রাসে চলে আসে। সূত্রের খবর প্রায় ছ’টি কারখানা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
এদিকে কী থেকে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। এলকায় পৌঁছায় দমকল। তারাই সেখানে গিয়ে আগুন(Fire) নেভানোর কাজ করতে থাকে।
সূত্রের খবর, রাত আটটা নাগাদ সবার প্রথম আগুন লাগে একটি লাড্ডু ও চাউমিন কারখানায়। সেই আগুন ছড়িয়ে পড়তেই আগুনের কবলে চলে যায় আরও ছয়টি কারখনা। এরপর রাত দশটা নাগাদ খবর মেলে একটি চটের গোডাউনে আগুন ধরে গিয়েছে। সেই সময় আগুন নেভাতে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। তারাই গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, এর আগে কালীপুজো ও দীপাবলির সময় প্রায় তিনটি জায়গায় আগুনের ঘটনা ঘটে। তবে সেই সময় ঘটনাস্থান ছিল হাওড়া। প্রথম ঘটনাস্থান শিবপুর ট্রাম ডিপোর ফোরসোর রোডে। সেখানকার একটি বহুতলের ছয় তলায় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনা ঘটে। রাত ন’টা নাগাদ হঠাৎই ওই ফ্লোরে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। রাতেই ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা। রাত পর্যন্ত সেই থাকেন প্রশাসনিক কর্তারা।
এদিন রাতেই ঘটে দ্বিতীয় ঘটনা। উত্তর হাওড়ার (North Howrah) ঘুসুড়ির গুহ রোডে একটি স্ক্যার্প আয়রন কারখানায় আগুন লাগে। রাত সাড়ে ৮টা নাগাদ হঠাৎই লেগে যায় সেখানে। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থানে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় যায় মালিপাঁচঘড়া থানার পুলিশ (Malipanchghara police)। কারখানাটি বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।
তৃতীয় ঘটনাটি সাঁতরাগাছির একটি বস্তির। সেখানে ছোটো ঝুপড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থানে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে তা নিভিয়ে ফেলে।
আরও পড়ুন: Petrol Price: ‘আমরা পেট্রোল ডিজেলে জিএসটিও আনব’, হুঁশিয়ারি অর্জুন সিংয়ের
এই ঘটনার ঠিক একদিন আগে দুপুর নাগাদ একটি চিপসের কারখানায় আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। আগুন নিয়ন্ত্রণে দ্রুত দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। পরে আরও ২টি ইঞ্জিন পাঠানো হয়। ধীরে ধীরে আরও বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, উঁচু গার্ডওয়াল থাকার জন্য কারখানায় ঢুকতে সমস্যা। ফলে, বাইরে থেকেই জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলে।
আরও পড়ুন: Petrol Price: ‘আমরা পেট্রোল ডিজেলে জিএসটিও আনব’, হুঁশিয়ারি অর্জুন সিংয়ের